আমাদের কথা
পদ্মের সন্ধান নয়, মেঠো ফুলের সন্ধান করা, তাদের খুঁজে বের করে নিপুণভাবে যত্ন করাই আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ যে সকল কবি, লেখক বা অন্যান্য শাখার শিল্পী এখনও সেইভাবে নিজের একটা জায়গা করে নিতে পারেননি অথচ যাঁর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রচুর সেইসব কবি, লেখক বা শিল্পীদের মূল স্রোতের সঙ্গে জুড়ে দেওয়াই আমাদের প্রাথমিক কাজ। তারপর তাদের লালন পালন করে বড় করে তোলার কাজে বদ্ধ পরিকর আমরা অর্থাৎ অনিকেতের বন্ধুরা।
পূর্বে ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে আসা আমাদের এবং আমাদের অগণিত বন্ধুদের প্রিয় "অরন্ধন" শূন্য দশকে শুরু হয়ে দু'দশক সুন্দর ও সাবলীলভাবে অতিক্রান্ত হওয়ার পর করোনা মহামারীর সময়ে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা হারিয়ে ফেললে "অরন্ধন ওয়েব সংস্করণ"-এর দিকে পা বাড়াতে বাধ্য হই আমরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন