প্রথম বর্ষ।। প্রথম ওয়েব সংস্করণ।।১৪ ভাদ্র ১৪২৭
সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যাচ্ছে। পাল্টে দেওয়া হচ্ছে কোনো না কোনো ভাবে।যারা নিজেদের পাল্টাতে পারছে না তারা পিছিয়ে পড়ছে অথবা হারিয়ে যাচ্ছে একেবারে। করোনা আবহে আমাদের অরন্ধন পত্রিকার প্রকাশ সম্ভব হয়ে উঠছে না বলেই তার ওয়েব সংস্করণের দিকে পা বাড়ালাম আমরা। এবার থেকে আমাদের প্রিয় পত্রিকা অরন্ধনের দুটি ভার্সনই বার হবে। যার ওয়েব সংস্করণের ভার আপাতত আমার হাতেই থাকল। আশা করি লেখক পাঠক ও অনুসরণকারীদের মনের মতো হয়ে উঠতে সক্ষম হবে এই সংস্করণ। উত্তম মাহাত সম্পাদক