ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার



আলোকচিত্র শিল্পী সন্দীপ কুমার মগ্ন চৈতন্যের মানুষ। তিনি কখন যে কোন্ বিষয়ে মগ্ন হয়ে পড়েন নিজেও জানেন না। বিষয়বস্তুর গভীরে ডুব দিতে দিতে ফ্রেমবন্দী করে আনেন বস্তুর আভ্যন্তরীণ গঠন ও তার মগ্নতাকে। সেই ফ্রেমবন্দী বিষয়বস্তুটুকুই আশ্চর্য করে তোলে আমাদের। আমরা হারিয়ে যাই তার গভীরতায়।
কখনো প্রকৃতি, কখনো মনুষ্য সৃষ্ট বিষয়বস্তু, কখনো বা মানুষ নিজেই তাঁর শিল্পের মাধ্যম হয়ে ধরা দেয় ক্যামেরার লেন্সে। আর নিজেকে প্রদর্শিত করে নতুন ভাবে। নতুন রূপে।
সন্দীপ কুমার কলকাতার মানুষ হলেও সেই সীমানাকে ছাড়িয়ে ছড়িয়ে পড়েন প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে। তিনি ছড়িয়ে পড়েন পুরুলিয়ার মাঠ প্রান্তরে পড়ে থাকা পাতার শব্দে। ছড়িয়ে পড়েন নদীখাতে বয়ে চলা জলের কুলুকুলু ধ্বনিতে। ছড়িয়ে পড়েন পাহাড়ের কোল ঘেঁসে বয়ে চলা বাতাসের শব্দে। আবার কখনো বা হঠাৎ করে পৌঁছে যান কোনো প্রান্তিক কবির কাব্যময় দুনিয়ার মায়াময়তায়।
নাগরিক জীবনের বাইরে তিনি সহজিয়া সাধক। অথচ অভ্যন্তরে নাগরিক জীবনের বাতাবরণকে ভেদ করার অদম্য শক্তি নিয়ে দিনযাপন। তাই হঠাৎ করেই পৌঁছে যান কোনো কবির মননকে ভেদ করার প্রয়াসে। 
তিনি যে ক্যামেরা দিয়েই কবিতা লেখেন! আমরা সেই কবিতার পাঠক হয়ে ধন্য করি নিজেদের। চলুন সেই রসধারায় ডুব দিয়ে আসি একবার।


উত্তম মাহাত, সম্পাদক 
























































মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪