ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। শ্যামল বরণ সাহা
কবি ও চিত্রশিল্পী শ্যামলবরণ সাহা ভালোবাসার রঙে, মনের রঙে ছবি আঁকেন। তাঁর এক একটা চিত্রশিল্প এক একটা কবিতা বললেও ভুল বলা হয় না। তিনি চিত্র দিয়ে কবিতা লেখেন এবং কবিতা দিয়ে চিত্র আঁকেন। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তাঁর সাবলীল বিচরণ অবাক করার মতো। আর সব থেকে অবাক করার মতো তাঁর সংগ্রামী জীবন, শিল্পবোধ এবং পরিশীলিত আচরণ। শুধুমাত্র বন্ধু বৃত্তের মধ্যেই নয়, অপরিচিত কোনো ব্যক্তিও একবার তাঁর সংস্পর্শে এলে সারা জীবন স্মরণে রাখবেন তাঁকে।
কবিতা এবং চিত্রশিল্প, এই দুই শিল্প মাধ্যম তাঁকে সব্যসাচী করেছে। শিল্পের আগুনে পুড়ে, শব্দের দক্ষিণা খুঁটে বেঁচে থাকেন তিনি। ভালোবাসেন বাগান করতেও। এযাবৎ ৭ টিরও বেশি একক প্রদর্শনী, বহু যৌথ প্রর্দশনী করেছেন। লিখেছেন ১৩ টিরও অধিক কবিতার বই। ১৯৮৭ সালে আই. এ. এ. আই. থেকে অল ইন্ডিয়া ইয়ং আর্টিষ্ট হিসেবে পুরস্কৃতও হয়েছেন তিনি।
উত্তম মাহাত, সম্পাদক
কবি ও চিত্রশিল্পী শ্যামল বরণ সাহা
এ পর্যন্ত ছবিগুলো আমাদের অনুরোধে পুরুলিয়া লিটলম্যাগ মেলাতে এসে কবি নির্মল হালদারের বাড়িতে বসে এঁকে দিয়েছেন কবি ও চিত্রশিল্পী শ্যামল বরণ সাহা। আর বাকিগুলো অর্থাৎ নিচের দিকের গুলো অরন্ধনের পাঠক ও দর্শকদের ওঁকে বুঝে ওঠার সুবিধার্থে ওঁর বিভিন্ন বই থেকে নেওয়া।
শ্যামল অতুলনীয়। তাঁর কবিতা আর ছবি দুইই আমাকে মুগ্ধ করে।
উত্তরমুছুনকালীকৃষ্ণ গুহ
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅসামান্য। সকাল সুন্দর হ'ল শ্যামলের আঁকা ছবি দেখে দেখে। এই কথা ভেবে বেশ গর্ব হয় যে, আমাদের প্রিয়জন ও বন্ধু সে।
উত্তরমুছুনবিপুল চক্রবর্তী
১৭ পৌষ ১৪২৯
ভাল লাগল ছবিগুলো।
উত্তরমুছুনঅভূতপূর্ব প্রতিভা। প্রতিভাবানকে স্যালুট
উত্তরমুছুনশ্যামল বরণ এর অন্য একটি মৌলিক কাজ সেলফ পোট্রেট।এখানে বাঁশ গাছের নানা মুডের ছবিতে আমাদের জীবনের নানা মুহূর্ত ব্যঞ্জিত হয়।একটি বিষয় কেমন করে বহুমাত্রিক হতে পারে তার নিদর্শণ তাঁর ওই সেলফ পোট্রেট।
উত্তরমুছুনশ্যামলদার কাজ বৈচিত্রময় ও অসামান্য। তবে এখানে তাঁর ছবির নির্বাচন যথার্থ হয়নি বলেই মনে করি।
উত্তরমুছুনশ্যামলদার কাজ বৈচিত্রময় ও অসামান্য। তবে এখানে তাঁর ছবির নির্বাচন যথার্থ হয়নি বলেই মনে করি। / পার্থপ্রতিম আচার্য
উত্তরমুছুন