ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। রুদ্রায়ন দত্ত
আলোকচিত্রী রুদ্রায়ন দত্ত নিজেকে একজন সখের ফোটোগ্রাফার বলে মনে করেন। গত ১০ বছর ধরে তিনি ছবি তুলে চলেছেন। তাঁর ছবি তোলার মূল বিষয় হলো পোর্ট্রেট। এছাড়াও তিনি ন্যাচারাল ফোটোগ্রাফি, অ্যাবস্ট্রাক্ট, ল্যান্ডস্কেপ বা নিসর্গ, বাল্য ফটোগ্রাফি করতে ভালোবাসেন। তিনি ছবি তোলার জন্য বিভিন্ন সময় তাঁর প্রিয় canon 1100D, Pentex, প্রভৃতি ক্যামেরা ব্যবহার করে থাকেন। রঙিন ছবির থেকে সাদা-কালো ছবিই বেশি পছন্দ করেন। ছবি এবং ক্যামেরাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন তিনি। আলোকচিত্রী রুদ্রায়ন দত্ত দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরি করেন। সেই চাকরির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজের ফাঁকে ফাঁকে ছবি তোলেন, গান করেন, তবলা বাজান। এছাড়া রান্নাবান্না করাও ভীষণ পছন্দ তাঁর। এই কাজ যত্নের সঙ্গে করতে গিয়ে বহু মানুষের ভালোবাসা পেয়েছেন, যা তাঁর মূল প্রাপ্তি বলে মনে করেন তিনি। এছাড়া ব্যাংকক, নেপাল, বাংলাদেশ, দিল্লী, কলকাতা প্রভৃতি জায়গাতে তাঁর একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। আন্তর্জাতিক ছবি প্রদর্শনীতে অংশগ্রহণ তাঁর জীবনের এক স্মরণীয় মুহূর্ত। সেখানে পাওয়া সন্মান তাঁকে ছবি তো...