প্রথম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১১ আশ্বিন ১৪২৭
আকাশে সাদা মেঘের ছড়াছড়ি। বাতাসে পূজোর গন্ধ।আর মাঠেঘাটে কাশের শুভ্রতা। সবুজ ধান গাছের বুক চিরে শিসের বেরিয়ে আসা। এ সবের মাঝে সহজ হয়ে ওঠা আমাদের জীবন যাপন। এবার এগিয়ে আসছে ভোট। কোরোনার আবহকে জোর করে পাল্টে দিয়ে মিটিং মিছিল, প্রচারের আবহ তৈরির চেষ্টা চলছে সরকারি ভাবে। এতে ক্ষতি হবে আমাদেরই। তবু আমরা মেনে নেব। নেতাদের সাথে সাথে ভোট তো আমরাও চাই। আমরাও চাই তীব্র রোদে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। নিজের অধিকার ফলাতে। সেভাবেই শেখানো হয়েছে আমাদের। সেভাবেই তৈরি করা হয়েছে আমাদের মনকে। সবকটা প্রতিনিধি অযোগ্য হলেও কাউকে না কাউকে ভোট দেবই দেব আমরা। ভোট না দিয়ে থাকতে পারব না। উত্তম মাহাত সম্পাদক চিত্রশিল্পী : মুক্তা গুপ্তা, জামশেদপুর যৌথতা ভেঙে যায় নির্মল হালদার ২০০১ এ বন্ধুদের সহযোগিতায় আমার একটি ঘর হলো। ঘর না বলে ডেরা বলতেই ভালো লাগে আমার। ঘর মানেই তো, শুশ্রূষা। হাসিমুখের আহ্বা...