ছবি প্রদর্শ-শালা ।। আলোক চিত্র ।। শুভাশিস গুহ নিয়োগী
৫ পৌষ ১৪২৭ / ২১ডিসেম্বর ২০২০
শুভাশিস গুহ নিয়োগী ১৯৬৫ সালে পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নিজেকে ফটোগ্রাফার বলতে সংকোচ বোধ করেন। ঠিক ক'টা ছবি বা কি রকম ছবি তুললে তাঁকে ফটোগ্রাফার বলা যায়! কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়! বলা যায় তিনি একজন সাধারণ মানুষ নন একজন ফটোগ্রাফার! সে বিষয়ে সন্দেহ রয়েছে। শুধু ছবি তুলতে ভালো বাসেন বলেই জেলার গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তিনি।
কোনো বিশেষ বিষয়ে তাঁর আসক্তি নেই।হিমালয়ের অপার সৌন্দর্য, কাশ্মীরের অনন্য প্রাকৃতিক শোভা, বেনারসের গঙ্গা ঘাটের দৈনন্দিন জীবন যাত্রা যেমন জায়গা পায় তাঁর ছবিতে, তেমনই নিজের কর্মভূমি পুরুলিয়ার নয়নাভিরাম প্রকৃতি ও গ্রামীণ জীবনের রোজনামচাও প্রতিভাত হয়ে ওঠে তাঁর তোলা ছবিতে।
শান্তিনিকেতন থেকে উচ্চশিক্ষা শেষ করে শিক্ষকতার পেশাকে বেছে নিলেও ছাড়তে পারেননি সাংস্কৃতিক নেশাগুলি। তাই সুযোগ পেলেই তাঁর নানান কাজে ফুটে ওঠে সংস্কৃতির ঝলক। শিক্ষা ক্ষেত্রে পাঠদান ও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর একাগ্রতা বিশেষ উল্লেখযোগ্য। এই কাজ ২০১৬ সালে ওনাকে এনে দিয়েছে রাজ্য সরকারের 'শিক্ষা রত্ন' সম্মান আর ২০১৭ সালে জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার।
শিক্ষকতা এবং সাংস্কৃতিক কাজকর্মের মাঝেই ২০১০ সাল থেকে চেপে বসলো আর এক নেশা। ছবি তোলার নেশা। সেই থেকেই হাতে খড়ি এই জগতে। তারপর ক্রমে ক্রমে এগিয়ে যাওয়া। ২০১৫ সালে পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পেলেন ফটোগ্রাফিতে। সেই ছবিতে উঠে এসেছিল পুরুলিয়া জেলার গ্রামীণ জীবন।
গগনেন্দ্র প্রদর্শশালা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রভৃতি বেশ কিছু স্থানে প্রদর্শিত হয়েছে তাঁর ছবি। সর্বোপরি ওনার ক্যামেরা কথা বলে। সাটার টিপে তুলে আনেন অসাধারণ সব মুহূর্ত। ক্যামেরার লেন্স দিয়ে ছবি আঁকেন বিচিত্র ভাবনায়।
উত্তম মাহাত, সম্পাদক










বাহ্ দারুন দারুন। পরবর্তীকালে শুভাশিসদার আরো ছবি দেখতে চাই।
উত্তরমুছুনসুন্দর সব ছবি..সুন্দর সব ফ্রেম..👌👌
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনবিষয়ভিত্তিক অসাধারণ ছবি 👌
উত্তরমুছুনবিশেষণ কেও হার মানিয়েছে আপনার নিশানা
উত্তরমুছুন