ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত
২০০১ সালের ১২ জানুয়ারি পুরুলিয়া জেলার বাগমুন্ডী থানার পাহাড়তলি ধনুডি এলাকার খুদুডি গ্ৰামে জন্মগ্ৰহণ করেন আলোকচিত্র শিল্পী মুকেশ কুমার মাহাত। প্রত্যন্ত এই গ্ৰামের অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম এই আলোকচিত্র শিল্পীর। পিতার নাম শৈলেশ্বর মাহাত। সৎসঙ্গ তপোবন বিদ্যালয় থেকে বাল্যকালের শিক্ষা গ্ৰহণ করার পর পন্ডিত রঘুনাথ মুর্মূ আদর্শ আবাসিক বিদ্যালয় থেকে পাশ করেন মাধ্যমিক। এরপর বলরামপুর কলেজ থেকে গ্রাজুয়েট হন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নীতি নির্ধারণের অযোগ্যতার ফলে কর্মসংস্থানে বেহাল দশা তৈরি হয়। যার ফলে সেইভাবে কোনো কাজ জোটাতে পারেননি তিনি।
একদিকে সাংসারিক প্রতিবন্ধকতা অন্যদিকে কর্মহীনতা, বাধ্য হয়েই সিকিউরিটি সুপারভাইজারের কাজ নিয়ে কখনো জয়পুর তো কখনো ওড়িশ্যাতে যেতে হয় তাঁকে। তার সাথে সাথেই চলতে থাকে ছবি তোলার কাজ।
তিনি জানান ------ পেশাদার আলোকচিত্র শিল্পী নন তিনি। ভালোবাসার খাতিরেই ছবি তোলেন। বিভিন্ন ধরনের ছবি তুললেও প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট পতঙ্গের ছবি তুলতে বিশেষ পছন্দ করেন।
আলোকচিত্র শিল্পের যাত্রাপথে আজ পর্যন্ত কোনো পেশাদার আলোকচিত্র শিল্পীর সাহায্য পাননি এখনও। তবে ইনস্টাগ্ৰামে কেরালা, ইন্দোনেশিয়া ও কোলকাতার কিছু আলোকচিত্র শিল্পীর আলোকচিত্র নিয়মিত দেখেন এবং তা পর্যবেক্ষণ করে থাকেন তিনি। তাই একথা বলতেই পারি এক কথায় তিনি একলব্য। তাঁর এবারের আলোকচিত্রগুলো প্রকৃতি কেন্দ্রিক। মূলত মহুল গাছকে কেন্দ্র করে তোলা। আশা করি পাঠক ও দর্শকদের আনন্দ দিতে সক্ষম হবে আলোকচিত্রগুলো।
উত্তম মাহাত, সম্পাদক
অনবদ্য অনুভূতিতে মন ভরে গেল।...অন্ধজনকে দেয় আলো,মৃতজনকে দেয় প্রাণ..
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনখুব সুন্দর..
উত্তরমুছুনগানটা মনে পড়ে গেল /// মহুল বনে তোর সঙে
মুকেশের শিল্পবোধ আমার ভালো লাগে। ওর কাজের প্রতি অনুরাগ ওকে অনেকদূর নিয়ে যাবে এই আশা রাখি।
উত্তরমুছুন