ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শঙ্কর মন্ডল
শঙ্কর মন্ডল হলেন একজন পেশাদার আলোকচিত্রী। আলোকচিত্র-শিল্পী হিসেবে তাঁর কাজগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত ২৬ টি দেশে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছে। নয়াদিল্লির ললিত কলা একাডেমি তাঁকে একজন "শিল্পী" হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যেই। আলোকচিত্রী শঙ্কর ইউনেস্কোর অধিভুক্ত FIAP, বেলজিয়াম থেকে "EFIAP"-এর বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবেও কাজ করার সম্মান অর্জন করেছেন। কলকাতায় "দ্য চাইনিজ কনস্যুলেট জেনারেল" এর জন্য চীনে একটি ফটো ডকুমেন্টারি করেছেন তিনি। তাঁর কাজ বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। তিনি ভারত সরকার থেকেও জাতীয় পুরস্কার পেয়েছেন।
শঙ্কর মন্ডলের মতো একজন বিশিষ্ট আলোকচিত্রীর অসাধারণ কিছু আলোকচিত্র আপনাদের জন্য তুলে দিতে পেরে আমরা গর্বিত। আশা রাখি, তাঁর এই আলোকচিত্র সমূহ আপনাদেরকেও আনন্দ দানে সমর্থ হবে।
উত্তম মাহাত, সম্পাদক
(আলোকচিত্রী সন্দীপ কুমারের কাছে আমরা কৃতজ্ঞ)
প্রতিটি ছবি অসামান্য। শিল্পীকে ধন্যবাদ জানাই।
উত্তরমুছুনঅসাধারণ সব ছবিগুলো !
উত্তরমুছুনপ্রতিটি ছবিই নিজগুণে সতন্ত্র 🌼❤️
উত্তরমুছুনফটো দেখে মন ভরে গেলো । খুব ভালো লাগলো।
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনUni amader Sir 🙏
উত্তরমুছুনদারুণ লাগলো
উত্তরমুছুনসব ছবিগুলোই খুব সুন্দর
উত্তরমুছুন