প্রথম বর্ষ ।। চতুর্দশ ওয়েব সংস্করণ ।। ২ ফাল্গুন ১৪২৭
জীবনের আরেকটা বসন্তে পা রাখলাম আমরা। পা রাখলাম আরেকটা পুষ্প শোভিত পৃথিবীর দিকে।সমস্ত দুঃখ ভুলে আরেকটা আনন্দঘন মুহূর্তের দিকে পা বাড়ালাম অনায়াসে। প্রকৃতির এই নিদারুণ টান থেকে পিছু ছাড়াতে পারে না কোনো গতি। সমস্ত কিছুকে উপেক্ষা করে এগিয়ে চলি ফুটে ওঠা ফুলের দিকে, দোলের রঙে রাঙা কারো কারো দুলের দিকে, কোনো কোনো ভুলের দিকে। যে ভুল না করলে স্বার্থক হয় না জীবন। প্রকৃতির অপরূপ পরিদৃশ্যকে জীবনের অঙ্গ করে নিলে হালকা হয় মন। সমস্ত চাপ থেকে মুক্ত হয়ে সম্ভব হয় ডানা মেলা। সম্ভব হয় এক আকাশ থেকে আরেক আকাশের দিকে এগিয়ে যাওয়া। সম্ভব হয় বদ্ধ মনকে মুক্ত করা। যার জন্য অপেক্ষা করি আমরা। তাই, বসন্ত শুধুমাত্র ফুল আনে না, আনে আমাদের মুক্তি। আমাদের আনন্দ। সেই কারণেই প্রতিটা বসন্তের দিকে চেয়ে থাকি আমরা। উত্তম মাহাত, সম্পাদক _________________________________ নাচনি : উপেক্ষিতা, শিল্পে ও সমাজে তপন পাত্র ______________________________________________ লোকমুখে একটি শব্দবন্ধ উচ্চারিত হ'তে শোনা যায় মাঝে মাঝেই । শব্দবন্ধটি হল --"শব্...