ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। প্রদ্যোত দাস


১৬ ফাল্গুন ১৪২৭ / ১ মার্চ ২০২১








যিনি শুধু হাত দিয়ে কাজ করেন , তিনি শ্রমিক । যিনি হাতের সাথে মাথাও খাটান , তিনি কারিগর । আর যিনি হাত ও মাথার সাথে আবেগ মথিত সংবেদনশীল ও স্পর্শকাতর হৃদয়কেও মেশান , তিনিই হন শিল্পী । শিল্পী চোখ দিয়ে দেখেন ,হৃদয় দিয়ে অনুভব করেন আর মুগ্ধতার অনবদ্য সুন্দর অনুভবে শিল্পকে রূপ দিয়ে তাকে স্বর্গীয় সুন্দর করে তোলেন।

প্রদ্যোত দাস । "ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি" খ্যাত প্রদ্যুৎ প্রচারের আলোয় থাকতে না চাওয়া এক অনন্য আলোক চিত্র শিল্পী ।  কম কথার মানুষ প্রদ্যোত নীরবে নিভৃতে তাঁর ক্যামেরা দিয়ে নিত্য নতুন লিখে চলেছেন একের পর এক দৃশ্য কাব্য । 
           প্রকৃতির অনন্য সুন্দর বিশাল বিস্তীর্ণ রূপ বিভিন্ন ঋতুতে তার পরিবর্তনকে ক্যামেরা বন্দী করে তাকে ছোট্ট ফ্রেমে কিভাবে নিয়ে এলে তা আরও অপরূপা হয় তা প্রদ্যোত ভালোই জানেন । তাই তো তাঁর ক্যামেরা কথা বলে । যার অনুচ্চারিত ভাষা দরদী অনুভবী মানুষকে মুগ্ধতার চূড়ান্তে নিয়ে যেতে সক্ষম  হয় । মুগ্ধতায় বিহ্বল মানুষ ওঁকে শ্রদ্ধা জানান ।           অনিন্দ্য সুন্দর ফটোগ্রাফি! ওনার ছবি তোলার কলা কৌশল  এবং সর্বোপরি  সৃষ্টির মৌলিকতায় উনি একমেবাদ্বিতীয়ম । পুরুলিয়া জেলার প্রকৃতির যে এক কুমারী সৌন্দর্য আছে তা মানুষ ওনার ছবি দেখেই প্রথম অনুভব করেছিলেন । একারণেই জেলা , রাজ্য ও দেশ ছেড়ে ওনার খ্যাতি আজ আন্তর্জাতিক স্তরে । আন্তর্জাতিক ডিজিএমপিসি পুরস্কার,  নিকন পুরস্কার ও নেচার ইন ফোকাস সহ নানান স্বর্ণপদক ওনার ঝুলিতে আজ পুরুলিয়াকেই গর্বিত করেছে। 
       উনি পুরুলিয়ার একমাত্র আলোক চিত্রশিল্পী যিনি আফ্রিকার মাসাইমারা অরণ্যে দু-দুবার ছবি তুলতে গিয়েছেন । শাটার টিপে শুধু ছবি তোলেন না , ওনার ছবি কথা বলে এক অনায়াস অসাধারণ আঙ্গিকে ।



উত্তম মাহাত, সম্পাদক







































অরন্ধন পঞ্চদশ ওয়েব সংস্করণ পড়ুন



সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার