ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শুভাশিস গুহ নিয়োগী

দ্বিতীয় বর্ষ ।। ষষ্ঠ ওয়েব সংস্করণ ।। ২০ আষাঢ় ১৪২৮ ।। ৫ জুলাই ২০২১
_______________________________________________





শুভাশিস গুহ নিয়োগী ১৯৬৫ সালে পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।               
            এরপর তিনি শান্তিনিকেতন থেকে উচ্চশিক্ষা শেষ করে শিক্ষকতার পেশাকে বেছে নেন। তবে সাংস্কৃতিক বিষয়ে তাঁর আগ্ৰহ অতুলনীয়। তাই তাঁর নানান কাজে ফুটে ওঠে সংস্কৃতির ঝলক। শিক্ষা ক্ষেত্রে পাঠদান ও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর একাগ্রতা বিশেষ উল্লেখযোগ্য। এই কাজ ২০১৬ সালে তাঁকে এনে দিয়েছে রাজ্য সরকারের 'শিক্ষা রত্ন' সম্মান আর ২০১৭ সালে জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার।
            এইসব কাজকর্মের মাঝেই ২০১০ সাল থেকে চেপে বসে আর এক নেশা। ছবি তোলার নেশা। সেই থেকেই হাতে খড়ি এই জগতে। তারপর ক্রমে ক্রমে পৌঁছে যান উন্নতির চূড়ান্ত শিখরে। ২০১৫ সালে পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পান ফটোগ্রাফিতে। সেই ছবিতে উঠে এসেছিল পুরুলিয়া জেলার গ্রামীণ জীবন।  
             গগনেন্দ্র প্রদর্শশালা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রভৃতি বেশ কিছু স্থানে প্রদর্শিত হয়েছে তাঁর ছবি। সর্বোপরি ওঁনার ক্যামেরা কথা বলে। সাটার টিপে তুলে আনেন অসাধারণ সব মুহূর্ত। ক্যামেরার লেন্স দিয়ে ছবি আঁকেন বিচিত্র ভাবনায়।
               ভারতবর্ষের সবথেকে বৈচিত্র্যপূর্ণ ধর্মীয় দর্শনীয় স্থানের তালিকায় সর্বাগ্রে যে নাম আসে তা হলো বেনারস। এখানকার গঙ্গার ঘাট পৃথিবী বিখ্যাত। তাই, কি চিত্রশিল্পী, কি আলোকচিত্রশিল্পী, সকলেরই একটা প্রবল আগ্রহ বেনারসের ঘাট নিয়ে কাজ করার।প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ও সেই তালিকা থেকে বাদ যাননি। সুদূর বাংলা থেকে বেশ কয়েকবার ছুটে গিয়েছেন বেনারসে। তুলেছেন তিন হাজারেরও বেশি ছবি। এই সংস্করণে সেই সিরিজ থেকেই দেওয়া হল বাছাই করা বেশ কিছু ছবি।



উত্তম মাহাত, সম্পাদক



  
 








































সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com




মন্তব্যসমূহ

  1. মন জুড়ানো সব ছবি। শিল্পীকে হার্দিক অভিনন্দন।

    উত্তরমুছুন
  2. City of of Light!
    দারুন সব ছবি।

    উত্তরমুছুন
  3. আপনার সৃষ্টি আগামী প্রজন্মের অনুপ্রেরক

    উত্তরমুছুন
  4. প্রদীপ কুমার দত্ত৬ জুন, ২০২২ এ ২:২০ PM

    প্রায় ছোটবেলা থেকেই জানি সংস্কৃতি , সাহিত্য , কবিতা , সমাজসেবা ও বেড়ানোর সাথে খুঁজে বেড়ায় নতুন কিছু সৃষ্টি করার এবং ঐ সৃষ্টিশীল কাজে নিখুঁতভাবে তৃপ্ত হ‌ওয়ার অদম্য জেদ , আমি বিশ্বাস করি শিল্পকলার প্রতি ওর ভালোবাসা ওকে সার্থক শিরোপা এনে দেবেই ।

    উত্তরমুছুন
  5. বন্ধু ভালো থাকিস

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪