ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। বরুণ রাজগড়িয়া

দ্বিতীয় বর্ষ ।। অষ্টম ওয়েব সংস্করণ ।। ১৬ শ্রাবণ ১৪২৮ ।। ২ আগষ্ট ২০২১
________________________________________________


আলোকচিত্রশিল্পী : বরুণ রাজগড়িয়া

পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়ার সদর শহরের এক সুপরিচিত ব্যবসায়ী পরিবারে ১৯৮০ সালে জন্ম গ্রহণ করেন আলোকচিত্র শিল্পী বরুণ রাজগড়িয়া। এই ব্যবসায়ী পরিবার দীর্ঘদিন ধরেই যেমন সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে এসেছেন তেমনি সংস্কৃতির বিভিন্ন আঙিনায় বিচরণও করেছেন এই পরিবারের সদস্যরা। তার মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী সন্তোষ রাজগড়িয়া। বিশিষ্ট কবি শ্যাম অবিনাশ।
            ছোটবেলা থেকেই বরুণ রাজগড়িয়া তাঁর কাকা সন্তোষ রাজগড়িয়ার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এসেছেন। সেই অনুপ্রেরণা থেকে জন্ম নিয়েছে ফটোগ্রাফির প্রতি তাঁর প্রবল আসক্তি। ধীরে ধীরে ছবির নেশায় বুঁদ হয়েছেন তিনি। তাই অবসর সময়ে ছবি তোলার নেশায় নিজের জেলা পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে যেমন গিয়ে পৌঁছেছেন, তেমনই দেশ ও দেশের বাইরেও গিয়ে পৌঁছেছেন অনায়াসে। দেশীয় ও বাইরের দেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে তাঁর আলোকচিত্রে। ২০১২ সাল থেকে কাকা সন্তোষ রাজগড়িয়াকে তাঁর গুরু ও মেন্টর হিসেবে পেয়ে পথ চলা শুরু করেন বরুণ। কিন্তু এখন তাঁর খ্যাতি আকাশ ছোঁয়া।
             ইতিমধ্যে রাজ্য ,জাতীয় এবং আন্তর্জাতিক মানের বেশ কিছু পুরস্কার তাঁর ঝুলিতে। তুরস্ক থেকে গোল্ড মেডেল, বেটার ফটোগ্রাফি ম্যাগাজিন কর্তৃক প্রথম পুরস্কার, স্পেনের সলিডারিটি অ্যাওয়ার্ড অফ দা ইয়ার, হংকং-এর ওয়ার্ল্ড ফটো কনটেস্ট প্রতিযোগিতায় রৌপ্য পদক, জার্মান দেশের বার্টার ফটো অ্যাওয়ার্ড প্রভৃতি আন্তর্জাতিক পুরস্কার তাঁর মুকুটে সংযোজিত। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় আলোকচিত্র প্রতিযোগিতায় ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে পুরস্কৃত হয়েছেন আলোকচিত্র শিল্পী বরুণ রাজগড়িয়া। বার্ডস ফটোগ্রাফিতে বিশেষ আগ্রহ থাকার কারণে পুরুলিয়ার বিভিন্ন পাখির জীবন তাঁর শাটারে ধরা পড়েছে। সেইসঙ্গে জেলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রান্তিক মানুষের জীবনযাত্রা, জেলার উৎসব ও সংস্কৃতি তাঁর আলোকচিত্র-সংগ্রহে স্থান করে নিয়েছে। 
          অরন্ধন ওয়েবের এই সংস্করণে রাজস্থান, আগ্রা, কাশ্মীর ও মায়ানমার অঞ্চলের বিশেষ বিশেষ কিছু ছবি আপনাদের জন্য সাজিয়ে দিয়েছেন শিল্পী নিজেই।



উত্তম মাহাত, সম্পাদক


















































শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ।
ওঁনার ছবি প্রদর্শ-শালা দেখুনছবি প্রদর্শ-শালা/শুভাশিস গুহ নিয়োগী



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪