মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা
মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা
----------------------------------------------------------------------------
১.
রাজা
---------
অদ্ভুত আলোর সংসার একটা দেখেছি
দেখেছি নিমতলে মাথায় ফেট্টিবাঁধা যুবকের কাম
দৈনতাকে ঘর থেকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার
হিম্মত ছিল তার ৷ দেখেছি, দৈবরথ উড়িয়ে নিয়ে যাচ্ছে তার স্বপ্নগুলো কোনও এক অলৌকিক
আদি শহরের দিকে, প্রাচীন রাজবাড়ির দিকে
মায়াতীর্থে এসে সবাই যখন থেমে যায় সবাই যখন
দণ্ডবত হয় সে তখনও স্থির অবিচল দাঁড়িয়ে থাকে
যতক্ষণ না রাজাধিরাজ বের হন, অভিবাদন জানান
তাকে
২.
ধারা
--------
মূর্তি মানেই তো মুখোশ ৷ একটা অবয়বহীন সারাৎসার চেয়েছ তুমি ৷ নিষ্কলঙ্ক উদ্ধার চেয়েছ
জীবনের ৷ মাঠে বীজবপনের কাহিনী গোপন থাকে না বেশি দিন ৷ কেবল কথাটুকুই লুকিয়ে রাখতে পারো কথার আড়ালে ৷ লুকিয়ে রাখতে পারো
তোমার পানশালার জীবনকাহিনী আর হা-অন্ন
ছেলেমেয়েদের দিকে তাকিয়ে যখন হাত তোল আকাশে, কিছুই গোপন থাকেনা তখন ৷ কান্নায় ভেঙে পড়ে আকাশ ৷ বৃষ্টিতে প্রাণ পায় পৃথিবী, তোমার চাষজমি
৩.
খুনি
-------
তোকে তো চেনে না ওই সহজ পাখিটি
চেনে নাকি ? জানে তুই খুনি ?
রোজ এসে বসে তোর ঘরের দাওয়ায়
এক মুঠো দানা দিস, আর কিছু দিস ?
বিনিময়ে কতকিছু নিস ওর
কতবার বন্দী করে রেখেছিস ঘরে
নরম বুকের ওম চুরি করে ওর তুই
মাখিসনি কতবার, বল ? কী নিষ্ঠুর
হাত তোর, ডানা থেকে রঙিন পালক ছিঁড়ে
কতবার গুঁজেছিস নিজের খোঁপায়
ওর কি লাগেনা, বল ? সহজ পাখিটি
তবু আসে তোর কাছে দেখ
জানেনা সে, একদিন নির্ঘাত মেরে ফেলবি
ওকে
৪.
মা
------
বনবিভাগের ভাঙা পাঁচিল থেকে
উঁকি মারছে যে লতাটি সে-ও একদিন
মাঝ রাত্তিরে সহ্য করেছিল প্রসব-বেদনা
বনশিশুটি আজ কোথায়, কত বড় হয়েছে
সে জানেনা ৷ একবার এক বৃষ্টিমুখর গোধূলিতে
সে নাকি আকাশ থেকে নেমে এসেছিল
সোজা এই বাগানে একটা কুচকুচে কালো পঙ্খিঘোড়ায় চেপে
কিন্তু মায়ের সঙ্গে তখন দেখা হয়নি তার
বনবিভাগ থেকে কোনও গাছের নিরুদ্দেশ
হওয়ার নোটিশ ঝোলেনি আজও
শুধু ভাঙা পাঁচিল থেকে কিছু বুনো ঝোপ-লতা
চেয়ে আছে পথের দিকে
৫.
প্রেম
-------
সত্য সত্যই একদিন ঝুঁকে আসবে জীবন
তোমার দিকে ৷ মহানাদের কথা শুনেছে সে
সত্য সত্যই একদিন সেই শব্দ শুনবে সে
আর বলবে তোমার কথা সত্য ৷ আকাশ মেঘাচ্ছন্ন হবে ৷ বিদ্যুৎরেখার ভেতর দিয়ে জীবন হাঁটবে কিছুদূর ৷ মাঠে মাঠে লাফ মারবে গঙ্গাফড়িং ৷
দাউদাউ আগুনকে ঘিরে লাফালাফি শেষ হবে একসময় ৷ ঝড় থামবে ৷ সত্য সত্যই একদিন স্বর্গ থেকে নেমে এসে প্রেম তার মুখোমুখি দাঁড়াবে
৬.
অপরাধ
-----------
আমি পারি তুমি পারো না ৷ বলুন মহামান্য আদালত তাতে আমার অপরাধ কী ? দুঃখভারাক্রান্ত আমি হেঁটে যচ্ছি নদীটির পাড় বরাবর ৷ হেঁটে যেতে যেতে আমি কিন্তু দাঁড়িয়ে পড়তে পারি ৷ নদিটি পারে না ৷ বলো তাতে আমার অপরাধ কী ? আমি যদি উল্টো দিকে হাঁটি তাতেই বা দোষের কী আছে ? তুমি কে হে ঠিক করবে, কে থাকবে আমার ঘরে, কার ঘরে আমি যাব কবে ? বলুন মহামান্য আপনিই বলুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন