সন্দীপ মুখোপাধ্যায়ের এক গুচ্ছ কবিতা




সন্দীপ মুখোপাধ্যায়ের এক গুচ্ছ কবিতা


১.
ঢেউ
              

     ঢেউ  আসে , ঢেউ  যায়
     বিন্দু  বিন্দু  জলরাশি  
     সাগরে  মিলায় !


  ঢেউ আসে , ঢেউ যায়
 আমি  কি  মিশেছি  তাতে
আমি  কি  ভেসেছি  তাতে
              মাঝদরিয়ায়! 
 

গভীর ..... গভীর.....
গভীর কালো জল 
এসো !  এসো হে 
অনাদিনাথ ! 
অতল ! অতল !




২.
রং
 

   কত রং মিশে আছে
আকাশে বাতাসে  ! 


কত রং মিশে আছে 
আমাতে  তোমাতে  !


কত রং মিশে আছে 
অনুতে  অনুতে  !


পরতে পরতে রং
খুলে দেখো মন
    হৃদমাঝারেতে  !



৩.
নীলপাখি
                
 
  নীল পাখিটি 
বসে আছে
নিশ্চিন্ত  মনে 
বাগানের আমগাছটিতে 


আমগাছে  মুকুল এসেছে 
নীলপাখিটি 
উদাসীনভাবে তাকিয়ে আছে
মুকুলের দিকে  !


মুকুলের দিকে
তাকিয়ে  আমরাও  ! 
সমস্ত  বাঁধন খুলে
ইচ্ছে করে মুকুলের দিকে .....
আমগাছটির দিকে ....
নীলপাখিটির দিকে
ছুটে যেতে  !



৪.
পথ
         

 পথ চলতে চলতে 
পথ ভুলে গেছি  !


পথ চলতে চলতে
নতুন পথ এসে দাঁড়িয়েছে


যে  পথ  যুড়ে  দাঁড়িয়ে আছে 
শাল , সেগুন , বট 


সেই শাল  সেগুন  বটের  দেশে
আমাকে  নিয়ে  চলো  মন
যেখানে দাঁড়িয়ে আছে
অনাবিল প্রশান্ত জীবন !




                          কবি পরিচিতি
                          ______________


১৯৭৫ এ কবি সন্দীপ মুখোপাধ্যায়ের জন্ম । আদি নিবাস পুরুলিয়া জেলার বিলতোড়া গ্রামে । বর্তমানে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বাসিন্দা। বাবা আদিত্য প্রসাদ মুখোপাধ্যায় ও মা ইলা মুখোপাধ্যায় এর কাছে শৈশব থেকেই উৎসাহ পেয়েছেন সারস্বত সাধনায়।
             বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ।  বর্তমানে পুরুলিয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক।  শিক্ষকতাকে পেশা হিসেবে নিলেও নেশা  সাহিত্য-সংস্কৃতির  সাথে যুক্ত থাকা , সৃজনে থাকা । 
              বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা ,  মুক্তগদ্য , প্রবন্ধ । তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল :    ' তোমাকে দেখবো বলে ' ,  'জুনপুকির আলো  ' ,  ' উদাসী হাওয়া ' ,  ' মনফকির ' প্রভৃতি। তাঁর সম্পাদিত পত্রিকা:  'জাগানিয়া ' ।  
               সাবলীল প্রকাশভঙ্গি সহজ ভাষার মাধুর্য ও নিজস্বতা তাঁর কবিতাকে স্বতন্ত্রতা দান করেছে ।




                 মূল পাতায় যান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪