ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। আদিত্য রঞ্জন ঘোষ
শিল্প সৃষ্টির অন্যান্য ধারার মতোই আলোকচিত্র শিল্পের ক্ষেত্রেও অনেক সময়ই অবিশ্বাস্য এমন সব ঘটনা দেখা যায় যা বিশ্বাস করে ওঠা খুব একটা সহজ হয়ে ওঠে না। এমনই একটি ঘটনা হলো শিশু আদিত্য রঞ্জন ঘোষের আলোকচিত্রশিল্পী হয়ে ওঠা।
শিশু আলোকচিত্রশিল্পী আদিত্য রঞ্জন ঘোষের জন্ম ২০০৬ সালে। পুরুলিয়া শহরেরই এক শিল্পরসিক পরিবারে জন্ম হয় তার। সেই শিশু চারা গাছকে মহীরুহ হয়ে ওঠার ক্ষেত্রে বিশেষভাবে পরিচর্যা দান করে তার সেই উর্বর পারিবারিক পরিবেশ। যা না থাকলে হয়তো তার পক্ষে আলোকচিত্রশিল্পী হয়ে ওঠা সহজ হয়ে উঠতো না।
এই অসাধারণ ক্ষমতা সম্পন্ন শিশু আলোকচিত্রশিল্পী ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে শহরের St. Xavier's School এ। তারপর নাইন ক্লাসে ছাত্র হয়ে ওঠে এই শহরেরই এক স্বনামধন্য স্কুল A.G.Church এর। এভাবেই তার একাডেমিক শিক্ষার ডানা গজানো। কিন্তু এই একাডেমিক শিক্ষার সাথে সাথেই যে অন্য আরও একটি বিষয়ে পরিপক্ক হয়ে উঠছে এই নাবালক তা পর্যবেক্ষণ করতে ভুল করেননি সেই পরিবারের অভিভাবক মহল।
শিশু বয়স থেকেই ক্যামেরা ও ফটোগ্রাফির সাথে তার বিশেষ পরিচয়। ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে এমন এক পরিবেশে, যেখানে বাবা, কাকা, জ্যাঠা সকলের হাতেই ক্যামেরা। সকলের মুখেই ফটোগ্রাফি, ফ্লেমিং ও এডিটিং-এর গল্প। এটাই হয়তো তার ফটোগ্রাফির উপর আকর্ষণ বাড়িয়ে তোলার প্রধান কারণ।
তার বয়স যখন সবেমাত্র সাত বছর, প্রথম ক্যামেরা হাতে পায় সে। তার প্রথম ক্যামেরা বাবার দেওয়া Nikon Coolpix p1000. পরবর্তী পর্যায়ে এসে ব্যবহার করে Canon 1000d. এবং বর্তমানে তার স্পর্শে সম্পৃক্ত হচ্ছে Canon 800 d ও 7d mk2 ও বিভিন্ন রকমের লেন্স।
চলার পথে এসে বড়দের সাথে প্রতিযোগিতায় নেমে ইতিমধ্যেই ঝুলিতে ভরেছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও। তার মধ্যে রয়েছে FIP Gold, Aavishkar Pune, YPS Bengaluru মিলিয়ে এগারটি জাতীয় স্তরের পুরস্কার ও যোধপুর (JPS INTERNATIONAL) এর আন্তর্জাতিক স্তরের FIAP রিবন। এছাড়াও রয়েছে একাত্তরটি একসেপ্টটেন্স। কিন্তু অবিশ্বাস্য হলেও যেটা সত্যি তা হলো, সে তার ফটোগ্রাফির যাত্রাপথে এখনও শিক্ষানবিশ।
উত্তম মাহাত, সম্পাদক





















খুব সুন্দর ছবি। আরও অনেক এগিয়ে চল। ভগবান তোমার মঙ্গল করুন।
উত্তরমুছুনকয়েকটি আউটডোরে আদিত্যর সাথে ফটো তোলার সৌভাগ্য আমার হয়েছিল ।
উত্তরমুছুনতখনই আমি বুঝেছিলাম এই ছেলে থেমে থামার ছেলে নয় । এগিয়ে যাবে অনেক দূরে । আদিত্য লম্বা রেসের ঘোড়া
যে কোন বয়সী ফটোগ্রাফারের ক্ষেত্রেই এরকম দারুন সব ছবি তোলা একটা দারুন ব্যাপার..এত কম বয়সেই
উত্তরমুছুনসেই জায়গায় পৌঁছে যাওয়া একটা বিশাল ব্যাপার... অসাধারন সব ছবি..
অসাধারণ সব ছবি।
উত্তরমুছুনদারুন
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনসব ছবি- এককথায় অসাধারণ!!
উত্তরমুছুন