ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। কিশোর দাস
আলোকচিত্র শিল্পী কিশোর দাসের বাড়ি মহানগরী কলকাতায়। তিলোত্তমা এই শহরেই স্কুল জীবন এবং কলেজ জীবনও অতিবাহিত হয় তাঁর। পরে পুনের সিমবায়োসিস (MBA from Symbiosis Pune) থেকে এমবিএ করেন। এবং ব্যাঙ্গালোর থেকে করেন ইনফরমেশন টেকনোলজির উপর এমএসসি (MSc in Information Technology from Bangalore)।
৪৫ বছর বয়সী জনপ্রিয় এই আলোকচিত্র শিল্পী কলকাতা, ব্যাঙ্গালোর ও পুনেতে দীর্ঘ কুড়ি বছর ধরে আইটি সেক্টরে কর্মজীবন অতিবাহিত করেন। তারপর ২০২০ সাল থেকে কেবলমাত্র ফটোগ্রাফি নিয়েই জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করতে এবং সেই সব অঞ্চলের প্রকৃতি মানুষ এবং সংস্কৃতির ছবি তুলতে পছন্দ করেন। তাই বর্তমান সময়ে ছবি তোলাটাই তাঁর Passion বললে অত্তুক্তি হয় না।
সেই Passion-এর ভেতর আরও বেশি করে নিবিষ্ট হতে এবং আরো বেশি বেশি দেশে ঘোরার লক্ষ্যেই ২০২০ তে চাকরি ছেড়ে দেন তিনি।
তিনি গর্বের সঙ্গে জানান,"ঘুরে বেড়ানো এবং ছবি তোলাটাই বর্তমানে কাজ আমার।"
তিনি বিভিন্ন ফটোগ্রাফি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন এবং বেশ কিছু পুরস্কারও পেয়েছেন ইতিমধ্যেই। কিন্তু সেই সব পুরস্কারের তোয়াক্কা না করে ছবি তুলে যাওয়াটাকেই গুরুত্ব দিতে চান তিনি। তিনি জানেন, পুরস্কার কাজের মাপকাঠি হতে পারে না কখনো। পুরস্কার কেবল একটা জৌলুস। যে জৌলুসের আড়ালে নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় প্রবলভাবে।
আগামীদিনে ভারতবর্ষের অনেক নতুন নতুন জায়গাতে ঘুরতে যেতে চান, যেখানে তিনি এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারেননি। এই মুহূর্তে এটাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
উত্তম মাহাত, সম্পাদক




















ছবিগুলো দেখে হতবাক আমি। চোখের পলক পাড়তে দিচ্ছে না। বারবার দেখছি, তত অবাক হচ্ছি।
উত্তরমুছুন