ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া
দ্বিতীয় বর্ষ ।। দ্বাদশ ওয়েব সংস্করণ ।। উৎসব সংস্করণ ।। ১০ আশ্বিন ১৪২৮ ।। ২৭ সেপ্টেম্বর ২০২১ _____________________________________________ সালটা ১৯৭২। কলেজের এক্সকারশনে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিং। বাঙালির চিরপরিচিত দার্জিলিং। দাদার হাত থেকে হাতবদল হয়ে ক্যামেরাটি সেদিন চলে এলো ছোট ভাইয়ের হাতে। ইয়াশিকা ক্যামেরা। সেই মুহূর্তটি যে দায়ী থাকবে আগামী দিনে এক অবিসংবাদী আলোকচিত্রশিল্পী নির্মাণে সেদিন সেটা বোঝা যায়নি। সেই ছোট্ট ইয়াশিকা দিয়ে হাত পাকানো শুরু। আর থামেনি। কেবল এগিয়ে চলা। ডিজিটাল ক্যামেরার মতো যতো খুশি ততো ছবি তোলার উপায় ছিল না। খরচ ছিল হাতের নাগালের বাইরে। তবু অসম্ভব জেদ আর নেশাকে সম্বল করে সেই থেকে পথ চলা শুরু পুরুলিয়া জেলা তথা জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী সন্তোষ রাজগড়িয়ার। পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়ার এক ব্যবসায়ী পরিবারে জন্ম ১৯৫৩ সালের ৯ আগস্ট। ছেলেবেলা থেকেই হঠাৎ করে ক্যামেরা নিয়ে নেশা তৈরি হয়। তারপর আস্তে আস্তে পৃথিবী-বিখ্যাত ফটোগ্রাফারদের ছবি ও জীবনী প্রভাবিত করে তোলে আলোকচিত্রশিল্পী সন্তোষকে। S Paul, Ra...
নির্মল দার পুরস্কার প্রাপ্তি মানে তা আমাদের।
উত্তরমুছুন