ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। জয়দীপ নুনিয়া

জীবনপঞ্জি নয়, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর শিল্পকর্মে। শিল্পকর্ম দেখেই তাঁকে চেনা যায়, তাঁকে জানা যায়। তাঁকে বিশ্লেষণ করা যায় সঠিকভাবে। জাতশিল্পীকে চিনে নেওয়ার জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন পড়ে না।
এমনই একজন স্বনামধন্য শিল্পী হলেন জয়দীপ নুনিয়া। রঙে রেখায় দক্ষ এই শিল্পীর কাজ দেখলে অবাক না হয়ে পারা যায় না। স্কেচে যে রকম দক্ষ, রঙ ছড়াতেও সেরকমই ওস্তাদ। বলিষ্ঠ ভাবনা সম্পন্ন এই শিল্পীর ছবিতে ছবিতে যুক্ত হয় এক অন্য মাত্রা।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার মনমোহনপুর গ্রামে ১৯৮১ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন জয়দীপ নুনিয়া। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অটুট আকর্ষণ লক্ষ্য করা যায় তাঁর মধ্যে। বড় হতে হতে সেই নেশা পেশায় পরিবর্তিত হয়। সুনিপুণ চিত্রশিল্পী হয়ে ওঠেন তিনি।
জল রঙ নিয়ে খেলতে ভালোবাসেন এই শিল্পী। রঙকে ছড়াতে দেন নিজের মতো করে। রঙ ছড়ানোর এই কৌশলকে রপ্ত করে এঁকে চলেছেন একের পর এক চিত্র। তারই একগুচ্ছ চিত্র তুলে ধরা হলো আপনাদের সামনে।


উত্তম মাহাত, সম্পাদক

মন্তব্যসমূহ

  1. অসাধারণ সব ছবি গুলি - শিল্পীকে শুভেচ্ছা জানাই👌❤️

    উত্তরমুছুন
  2. শুধু শিল্পী না..মানুষ হিসেবে ও অসাধারণ..অহংকার হীন সরল মনের মানুষ..খুব ভালো লাগে ওর আঁকা...আরও এগিয়ে চলো. শুভেচ্ছা রইলো

    উত্তরমুছুন
  3. মন ছুঁয়ে যাওয়া ছবি।

    উত্তরমুছুন
  4. অপূর্ব শিল্পকর্ম। মন ভরে গেল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার