ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সিদ্ধার্থ বসু
প্রখ্যাত আলোকচিত্র শিল্পী সিদ্ধার্থ বসুর জন্ম ১৯৬০ সালের ২৫ শে ডিসেম্বর। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্ৰহণ করেন তিনি। কৃষ্ণনাথ কলেজ থেকে পদার্থবিদ্যাতে স্নাতক ডিগ্ৰী অর্জনের পর রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে মহকুমা আধিকারিক পদে যোগদান করেন। এবং সেই কাজের সুবাদে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক পদে পুরুলিয়াতে আগমন ঘটে তাঁর।
সে সময় পুরুলিয়া জেলার মানুষের অকুন্ঠ ভালোবাসা ও সাহচর্যে সুদীর্ঘকাল থাকার ফলে পুরুলিয়ার জনজীবন তথা সংস্কৃতির গভীরে অনুপ্রবেশ ঘটে এবং এখানকার সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ তৈরি হয়। সেই অনুরাগের ফলে তখন তিনি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন পুরুলিয়ার পথে প্রান্তরে। সাধারন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের উৎসব, পরব সবই স্থান পেয়েছিল তাঁর ছবিতে।
সে সময় তিনি পেয়েছিলেন পুরুলিয়ার প্রথিতযশা আলোকচিত্রীদের নিজের পরামর্শদাতা হিসেবে। যাঁদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান আলোকচিত্রী মহাদেব লাল বড়াই, সন্তোষ রাজগড়িয়া, শিবু দাঁ প্রমুখ।
আলোকচিত্র শিল্পী সিদ্ধার্থ বসুর তোলা ছবি এখনও সংগ্ৰহে রয়েছে পুরুলিয়া সার্কিট হাউসে। এছাড়া ন্যাশানাল জিওগ্রাফিকেও ছাপা হয়েছে একাধিক ছবি। মণিকর্ণিকা সহ অন্যান্য প্রতিযোগিতায় তাঁর ছবি পুরস্কৃতও হয়েছে। এ বছরেই কলকাতার গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হলো তাঁর ছবি প্রদর্শনী।
উত্তম মাহাত, সম্পাদক
আলোকচিত্রী শুভাশীষ গুহ নিয়োগীর প্রতি আমারা কৃতজ্ঞ।
বাহ!! খুব ভাল লাগল, প্রতিটি ছবি যেন এক একটা গল্প বলছে!!
উত্তরমুছুনঅনন্য সব ছবিগুলো! ভীষণ ভালো লাগলো। আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন