চতুর্থ বর্ষ ।। ত্রয়বিংশতি ওয়েব সংস্করণ ।। ২৭ ফাল্গুন ১৪৩০ ।। ১১ মার্চ ২০২৪
বিজ্ঞান উন্নয়নের এই পর্যায়ে এসেও কোন জাতির জাতিসত্তা আদায়ের জন্য আন্দোলনের প্রয়োজন পড়লে কীসের বিজ্ঞান উন্নয়ন? কীসের বিকশিত দেশ? এই দেশ কী তাদের প্রাপ্য মর্যাদা আন্দোলন ছাড়াও দিতে পারে না? দিতে পারতো না? উন্নত দেশগুলো তাদের প্রাচীনত্ব ধরে রাখার তাগিদে প্রাচীন জনজাতিদের ইতিহাস সযত্নে সংরক্ষিত করে। তাকে মর্যাদা দেয় এবং স্বগৌরবে তাদের প্রাচীনত্ব সম্পর্কে বহির্বিশ্বে দাবি তোলে। অথচ ভারতের মতো উন্নয়নশীল দেশ তাদের জনজাতির ইতিহাস মুছে ফেলার তাগিদে তৎপর। কোন দেশের জনজাতির ইতিহাস মুছে ফেলার প্রয়াস কী সেই দেশের ইতিহাস মুছে ফেলার প্রয়াস নই? নাকি এই সমস্ত নোংরামি কেবলমাত্র অন্য কিছু বহিরাগত জাতিদের এই দেশের মাটিতে সবল করে তোলার চেষ্টার বহিঃপ্রকাশ? ইতিহাস সাক্ষী, কোন দেশের জনজাতিদের মাড়িয়ে কেবল বহিরাগত জাতিদের নিয়ে সেই দেশ কখনোই উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছায়নি। জিন্স শার্ট যতই টেকসই হোক ধুতি পাঞ্জাবির প্রয়োজন ফুরিয়ে যায় না শেষ পর্যন্ত। কথায় আছে, সগড়ের মাটি তল আর ওপর। কর্পোরেট দুনিয়ারও মাথানত হবে একদিন। আসবেন নতুন দুনিয়া। গরাম থান জেগে উঠবে গ্রামে গ্রামে।...