ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার
আলোকচিত্রী সন্দীপ কুমার
আলোকচিত্রী সন্দীপ কুমারের কাছ থেকে অরন্ধনের ছবি প্রদর্শ-শালাতে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিরিজের ছবি পেয়েছি। অরন্ধনের পাঠক ও দর্শকদের মুগ্ধও করেছে সেসব সিরিজের ছবি। এবার তিনি দিয়েছেন মাছের একটা সিরিজ। তাঁর কথায়-------জলই জীবন! মাছের ভুবন ও ভবন সেই জল। পৃথিবীর তিন ভাগ জল; জলে আছে ত্রিশ-চল্লিশ হাজার মাছের প্রজাতি। তাদের চরিত্র, তাদের আকার, তাদের রং আমাদের মোহিত করে দেয়। মাছের সঙ্গে আমাদের খাদ্য ও খাদকের সম্পর্ক হলেও আমরা অ্যাকোরিয়ামে বাহারি মাছ পুষি। আমাদের বাস্তুতন্ত্রে, পুরাণে, রূপকথায়, লোককথায় মাছেদের অবস্থান অনেকটা অংশ জুড়ে। "শাক দিয়ে মাছ ঢাকা"...."ভাজা মাছটি উল্টে খেতে জানে না"------ বাংলার প্রবাদেও আছে মাছ। পৃথিবীর অনেক দেশেই মাছকে শুভ হিসেবে গণ্য করা হয়। পাখির নাম "মাছরাঙা", আবার "উড়ুক্কু মাছ"ও আছে এই পৃথিবীতে। "মেছো ভূত" আছে যেমন, তেমনই আছে "মীনরাশি"। তবে পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা আর কিছু দশক বাদেই মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে সমুদ্রে।
তাঁর এই আক্ষেপ অহেতুক নয়। বরং দিনের পর দিন প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে সেদিকেই এগোচ্ছি আমরা। যা অদূর ভবিষ্যতে আমাদের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলবে।
আশা রাখি তাঁর এই মাছ কেন্দ্রীয় সিরিজ ভালো লাগবে এবং খানিক হলেও ভাবাবে আপনাদের।
উত্তম মাহাত, সম্পাদক
খুব সুন্দর লাগল।
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনএভাবেও ভাবা যায়!!! দারুণ..
উত্তরমুছুন