ছবি প্রদর্শ-শালা


ছবি দেখতে গেলেও চোখ তৈরি করতে হয়। এই সত্য কথাটা অনেকেই জানেন না বলে চিত্রশিল্পীর কঠিন পরিশ্রমে সৃষ্টি করা চিত্র প্রদর্শনের সময় চিত্রশিল্পীকে সেই চিত্রের আভ্যন্তরীণ অর্থ জানতে চেয়ে বিব্রত করে তোলেন। 
            এই আভ্যন্তরীণ অর্থ বলে বুঝিয়ে দেওয়ার নয়। উপলব্ধির বিষয়। এই অর্থটা বোঝার জন্যই তৈরি করতে হয় চোখ আর মনকে। বার বার দেখতে হয় বিভিন্ন ধরনের চিত্র। অর্থ ছাড়াও বুঝতে শিখতে হয় তার নান্দনিকতাকে। তাহলে আর শিল্পীর কাছ থেকে জানতে চাওয়ার বালাই থাকে না।
             আমরা অনিকেতের বন্ধুরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর ফটোগ্রাফি, চিত্রশিল্প, কোলাজ, ডোকরা শিল্প, ভাস্কর্য শিল্প ও অন্যান্য শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য প্রয়াস করবো।

উত্তম মাহাত, সম্পাদক

















































চিত্র সংগ্ৰাহক-কবি নির্মল হালদার

মন্তব্যসমূহ

  1. অনবদ্য । খুব সুন্দর সংগ্রহ।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর সংগ্রহ। তবে ছবিতে নাম গুলো না দিয়ে ছবির নীচে সাল সহ দিলে খুব ভালো লাগতো বলে আমার ব্যক্তিগত মতামত।

    উত্তরমুছুন
  3. সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪