ছবি প্রদর্শ-শালা ।। মৃন্ময় দাস ।। আলোকচিত্র



মৃন্ময় দাস, পেশায় শিক্ষক, নেশায় পাহাড় প্রেমী জংলি আলোকচিত্র শিল্পী। যদিও তিনি নিজেকে শিল্পী না বলে প্রেমী বলতেই পছন্দ করেন।
            ১৯৮৯ সালে অবিভক্ত মেদিনীপুরের হলদিয়া মহকুমার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন মৃন্ময় দাস। হলদিয়া গভর্মেন্ট কলেজ থেকে বি.এ (অনার্স) পাস করার পর বিশ্বভারতী, শান্তিনিকেতনে পড়াশোনা করার সুবাদে সৃষ্টি হয় প্রকৃতিপ্রেম এবং ছবির প্রতি অসীম আগ্রহ । পড়াশোনা শেষ করার পর অতিথি অধ্যাপক হিসেবে যোগদান করেন পুরুলিয়ার বরাবাজারের একটি কলেজে। তারপর তিনি পুরুলিয়ার ঝালদা মহকুমার অন্তর্গত এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের একটি স্কুলে সহ-শিক্ষক হিসেবে নিযুক্ত হন ২০১৩ সালে। তখন থেকেই শুরু হয় পাহাড় ও জঙ্গলের প্রতি অটুট ভালোবাসা। নেহাতই শখের বশে নিকন কুলপিক্স নিয়ে ছবি তোলা শুরু করেন। তারপর হাতে আসে ডি এস এল আর। ঠিক তখন থেকেই পাকাপোক্তভাবে ছবি তোলার দিকে ঝুঁকে পড়েন তিনি।  
               ছবি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে খুবই ভালোবাসেন । তিনি বলেন," প্রকৃতির ছবি তুলতে গেলে প্রথমে প্রকৃতিকে ভালবাসতে হয়, তাহলেই প্রকৃতি তার রূপে সেজে ওঠে এবং ক্যামেরায় ধরা দেয়।"  
               বিভিন্ন ঋতুতে প্রকৃতির বিভিন্ন রূপ। সেই রূপের বিভিন্নতা বিভিন্নভাবে ক্যামেরাবন্দি করে ঝুলি ভর্তি করেছেন তিনি।  
                পাহাড়ের প্রতি এক অবর্ণনীয় টানের জন্য বারবার ছুটে যান ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। কখনো দার্জিলিংয়ের ঘন কুয়াশায় মোড়া পাহাড়ের রূপ যৌবন ক্যামেরা বন্দি করার জন্য, আবার কখনো উত্তরাখণ্ডের বরফ যুক্ত পাহাড় চূড়ায় সূর্যোদয় ক্যামেরা বন্দি করার জন্য।  
                তিনি বিশেষ করে ভূ-দৃশ্য ছবি তুলতে পছন্দ করলেও সবরকম ছবি তোলার প্রতি তার আগ্রহ অপরিসীম। 
                তাঁর বেশ কিছু সুন্দর সুন্দর ছবি বিভিন্ন প্রথম শ্রেণীর পত্র- পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছেন তিনি।
                তিনি তাঁর এই ছবি তোলার পেছনে নিজের আগ্ৰহকেই প্রাধান্য দিয়েছেন.....তিনি বলেন, "আলোকচিত্র শিল্পী বিনয় রুংটাদাকে সব সময় পাশে পেয়েছি। অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে।"
                মৃন্ময় তার অভিজ্ঞতা থেকে বলেন, "যেকোনো ছবি তুলতে গেলে প্রথমেই ছবির বিষয়বস্তু বুঝতে হবে। কি ধরনের ছবি আমি তুলতে চাই এবং ছবির মাধ্যমে কি বোঝাতে চাই। তা মাথায় রেখেই পরিকল্পিতভাবে ছবি তোলা উচিত, যে ছবি চুপ থেকেও অনেক কথা বলবে। সেইসঙ্গে আলোর যথাযোগ্য ব্যবহার, উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন এবং নির্দিষ্ট জায়গায় বিষয়বস্তুকে উপস্থাপন এই জিনিসগুলোকে ছবি তোলার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।"



উত্তম মাহাত, সম্পাদক
















































এই সংস্করণের আলোকচিত্র সংগ্ৰহে সাহায্য করেছেন আলোকচিত্রী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়। ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। ওনার আলোকচিত্র দেখুন এখানে।







মন্তব্যসমূহ

  1. Darun darun click sob... nesha..pesha...pasapasi choluk. Subhechcha roilo 💐💐

    উত্তরমুছুন
  2. অতুলনীয়, এগিয়ে যাও

    উত্তরমুছুন
  3. লেখা ও ছবি দুই ই অসাধারণ

    উত্তরমুছুন
  4. Daun khub সুন্দর হচ্ছে সব

    উত্তরমুছুন
  5. tomar 6abir preme pre ge6i...anek bhalobasa nio....r purulia gle abashyiii dkha krbo....ebhbei chaliye jao....amio prakriti te phir6i

    উত্তরমুছুন
  6. Mrinmoy Babu র প্রকৃতি প্রতি নিঃস্বার্থ প্রেম ও ছবির তোলার প্রতি অদম্য নেশা একদিন তাঁকে শিখরে নিয়ে যাবে এই কামনা করি।🙏👍🌹

    উত্তরমুছুন
  7. এক রাশ শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️💐
    আগামী দিনগুলির জন্য অনেক শুভেচ্ছা রইলো। 👍

    উত্তরমুছুন
  8. খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  9. মুগ্ধ হলাম।

    উত্তরমুছুন
  10. পুরো চূড়ান্ত 💥👌

    উত্তরমুছুন
  11. ছবিগুলো জাস্ট অসাধারণ ❤️❤️❤️

    উত্তরমুছুন
  12. কাতেই জেহের❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    উত্তরমুছুন
  13. খুব সুন্দর অসাধারণ অনবদ্য অতুলনীয় অপূর্ব আরও কিছু বললেও কম বলা হবে।

    উত্তরমুছুন
  14. অসাধারণ দাদা,,,খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  15. অসাধারণ ছবি।

    উত্তরমুছুন
  16. খুব সুন্দর প্রত্যেক টা ছবি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    উত্তরমুছুন
  17. ছবিগুলি খুব টানে। দারুণ শিল্পবোধ!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪