ছবি প্রদর্শ-শালা ।। ঐতিহাসিক নিদর্শন ।। মধুপর্ণা কর্মকার
২৩ কার্তিক ১৪২৭ / ৯ নভেম্বর ২০২০
আমরা, অরন্ধনের বন্ধুরা কেবলমাত্র সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি কখনো। আমাদের ডানার বিস্তার ঘটুক শিল্পের বিভিন্ন অঙ্গনে এবং বিভিন্ন বিভাগের শিল্পীদের সঙ্গে আমাদের যোগাযোগ বা সেতুবন্ধন গড়ে উঠুক, এই প্রয়াসে মগ্ন রয়েছি সব সময়। সকলের সঙ্গে সকলের যোগাযোগ গড়ে উঠলে ভিন্ন বিভাগের সৃষ্ট শিল্পকর্ম অনুধাবন করতে সক্ষম হয়ে উঠব আমরা। তাই আমরা চাই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিভাগের বিষয় বস্তু নিয়ে আসতে। এই সংস্করণের জন্য ঐতিহাসিক নিদর্শনের কিছু ছবি সংগ্রহ করেছেন মধুপর্ণা কর্মকার।
উত্তম মাহাত, সম্পাদক
রাজা বীরসিংহ পত্তন করেছিলেন রাজনগরের। তেরশ শতাব্দীর আগে রাজনগর ছিল বীরভূমের রাজধানী। তারপর পাঠান রাজত্বে রাজা বদলালাে। একসময়ের “বাংলার প্রবেশপথ” রাজনগরের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে সেইসব দিনের নানা চিহ্ন। শতাব্দীর পর শতাব্দী একে একে বয়ে গেছে। আর ইমামবাড়া, মতিচুর মসজিদ, কালিদহ, ক্রমশ ভেঙে পড়া রাজবাড়ি, বারুদখানা রাজনগরে জনজীবনের ভিতরে সময়ের দাগ নিয়ে একাত্ম হয়ে রয়েছে এখনও।
সপ্তদশ শতাব্দীর পূর্বে নির্মিত টেরাকোটা সজ্জিত মতিচুর মসজিদ। বারোটি গম্বুজ ছিল মতিচুর মসজিদে। কালক্রমে অনেক গুলো গম্বুজই ভেঙে পড়েছে একে একে।
মধুপর্ণা কর্মকার
সম্পাদক : উত্তম মাহাত
আয়োজক : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ-হোয়াটসঅ্যাপ ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল-uttamklp@gmail.com
এটা একটা নতুন ধরনের কাজ। ইতিহাস ও ইতিহাসের নিদর্শন নিয়ে জানতে পারছি আমরা সবাই। পরের সংখ্যায় এসব নিয়ে আরও ছবি ও তথ্য প্রকাশিত হোক।
উত্তরমুছুনভালো থেকো। অবশ্যই চেষ্টা করা হবে।
মুছুন