ছবি প্রদর্শ-শালা ।। পুরুলিয়ার দেওয়াল চিত্র ।। অভিজিৎ মাজী

      ৭ অগ্ৰহায়ণ ১৪২৭ / ২৩ নভেম্বর ২০২০
_______________________________________________


পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্ৰামে ১৯৮২ সালের ১ লা মে জন্মগ্ৰহণ করেন আলোকচিত্রী অভিজিৎ মাজী। পেশায় শিক্ষক এই আলোকচিত্র শিল্পীর ছোটবেলা কাটে গ্ৰামের অত্যন্ত সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা আর পাঁচটা ছেলের মতোই। ফলে তখন থেকেই গ্ৰামের পরিবেশের সাথে একটা মেল বন্ধন গড়ে ওঠে তাঁর। সামান্য বিষয়গুলোর মধ্যে খুঁজে পান বিশেষ গভীরতা।
             হাইস্কুলের গন্ডি পেরিয়ে যখন উচ্চ শিক্ষার জন্য শহরে পাড়ি দেন তখনও ফটোগ্ৰাফির দিকে খুব একটা ঝোঁক ছিল না তাঁর। বরং সে সময় কবিতা লেখার প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। সেই কবিতা লেখার সূত্র ধরেই অনিকেত গোষ্ঠীর সঙ্গে আলাপ হয় তাঁর।
             এম এ( ইংলিশ ), বি এড করার পর শিক্ষকতার কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। তবে এই সময় ফোটোগ্ৰাফির নেশা পেয়ে বসে তাঁকে। যখনই সুযোগ পান তখনই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুঁজে আনেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ভূমিরূপের সন্ধান। বিশেষ করে অযোধ্যা পাহাড়ের গজাবেড়াকে (গোর্গাবুরু) কেন্দ্র করে ফটোগ্রাফির যে সিরিজ রয়েছে তা সকলেরই মন কাড়ে। পেশা নয় কেবল নেশার তাড়নায় তাঁর এই কাজ মন কাড়ে আমাদের। তাই কালীপুজো উপলক্ষে পুরুলিয়ার গ্ৰামে গ্ৰামে মাটির তৈরি ঘরকে সাজানোর যে আনন্দ যজ্ঞ চলে অভিজিৎ মাজির আলোক চিত্রের মাধ্যমে তারই এক ছবি অরন্ধনের পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমরা।

 উত্তম মাহাত, সম্পাদক




























 
সম্পাদক : উত্তম মাহাত
সহযোগিতায় : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ- হোয়াটসঅ্যাপ ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল- uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

  1. অপূর্ব। একজন পরিশীলিত শিল্পীর লেন্সে অপরূপ হয়ে ধরা পড়েছে গাঁ-গেরস্তের শিল্প-কল্পনা ও আবেগ।

    উত্তরমুছুন
  2. সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই।

    উত্তরমুছুন
  3. অসাধারন সব ফ্রেম ক্যামেরাবন্দি করেছেন ..
    চোখের সঙ্গে মন জুড়িয়ে যায়..

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪