প্রথম বর্ষ ।। দশম ওয়েব সংস্করণ ।। ৫ পৌষ ১৪২৭
আদর্শ ব্যাপারটা কেমন যেন গোলমেলে হয়ে উঠছে দিনের পর দিন। আদর্শ হিসেবে কাকে গ্ৰহণ করা যায় সেই প্রশ্নের মধ্যে দেখা দিচ্ছে নানা জটিলতা। রাজনেতা, ডাক্তার, উকিল, বৈজ্ঞানিক, সাহিত্যিক, শিল্পী বা তথাকথিত বুদ্ধিজীবী সবার মধ্যেই সংকীর্ণতা, অকৃতজ্ঞতা এবং স্বভাবনার বিষয়টা বিশেষ জায়গা করে নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তাঁরা আর জায়গা করে নিতে পারছেন না। এর মধ্যে সর্বাগ্ৰে যাঁদের স্থান রয়েছে তাঁরা হলেন রাজনেতা। কোনো দলের কাজকর্ম বা সেই দলের নেতাদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে একজন সাধারণ মানুষ যে দলকে বা যে দলের প্রার্থীকে ভোট দিলেন প্রকারান্তরে দেখা গেল সেই প্রার্থী আপনার অপছন্দের দলে গিয়ে নিজেকে বিক্রি করে দিলেন। অর্থাৎ আপনার ভোটের কোনো মূল্য থাকলো না।এক্ষেত্রে তাঁকে আদর্শ হিসেবে নেওয়া কার পক্ষেই বা সম্ভব? তেমনই ডাক্তার, উকিল এবং উল্লিখিত ও অনুল্লিখিত বুদ্ধিজীবীরা। তাই সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। আমার মনে হয়, যে সকল রাজনৈতিক নেতারা দল পরিবর্তন করছেন তাঁদের প্রথমে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পরাজিত প্রার্থী হিসেবে ঘোষণা করা উচিত। কারণ যে ভোট নিয়ে তিনি ক্ষমতায় রয়েছ...