ছবি প্রদর্শ-শালা ।। ফোটোগ্রাফি ।। দীপাংশু মাহাত
২১ অগ্ৰহায়ণ ১৪২৭ / ৭ ডিসেম্বর ২০২০
_____________________________________
_____________________________________
অনিকেতের বন্ধুদের এক অন্যতম বন্ধু দীপাংশু মাহাতো। পুরুলিয়া জেলার কাশিপুর থানার অন্তর্গত আগরডি গ্রামে জন্মগ্রহণ করেন এক সাধারণ পরিবারে। গ্রামের স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর কমলপুর নেতাজী স্কুল থেকে পাশ করেন উচ্চ মাধ্যমিক। তারপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে।
ছবি তোলার প্রতি টান বা ভালোবাসা লক্ষ্য করা যায় স্নাতকের দ্বিতীয় বর্ষ থেকে...সেই ভালোবাসার সাথে এখনও বিদ্যমান সমানভাবে। তাঁর এই সরলরৈখিক অবস্থান অনেক কিছুই দেখিয়েছে আমাদের। আরও অনেক কিছু দেখতে পাবো এমন আশা নিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটা।
খুব সুন্দর হয়েছে ।
উত্তরমুছুনসুন্দর হয়েছে..চোখ জুড়ানো..মন জুড়ানো..
উত্তরমুছুনদারুন।আরো ভালো ভালো ছবি দেখতে চাই।
মুছুনSundar
উত্তরমুছুনছবিগুলো সুন্দর লাগল। শুভেচ্ছা রইল ।
উত্তরমুছুনঘ্যাম ছবি হয়েছে ভাই
উত্তরমুছুনদারুন হয়েছে। অরন্ধন এরকমই আরো ভালো ভালো ছবি দেখার সুযোগ করে দেবে আশা রাখছি।
উত্তরমুছুনAmazing
উত্তরমুছুনসকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সকলের আন্তরিকতায় আমাদের পথ চলার পাথেয়।
উত্তরমুছুনDarun darun
উত্তরমুছুন