ছবি-প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। দেবাশিস সাহা


১৮ মাঘ ১৪২৭ / ১ ফেব্রুয়ারি ২০২১





চিত্রশিল্পী দেবাশিস সাহার জন্ম ১৯৭১ সালে তিলোত্তমা কলকাতায়। তাঁর বেড়ে ওঠা কিম্বা গড়ে ওঠা সমস্ত কলকাতাতেই। প্রথাগত শিক্ষার বাইরে স্বশিক্ষিত শিল্পী দেবাশিস সাহা। নিজেকে শিল্পী বা চিত্রকর বলতে দ্বিধাবোধ করেন।

আমরা জানি, তিনি সবসময়ের একজন শিল্পী।
মুম্বাই ও কলকাতায় তাঁর ছবির প্রদর্শনী হয়েছে। তার সঙ্গে অসংখ্য বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি। করেছেন অলংকরণ । তিনি লিটল ম্যাগাজিন অনুরাগীদের প্রিয় মানুষ। প্রিয় শিল্পী। বন্ধুও।

গ্লাস পেইন্টিং-এর কাজে তিন বছর ইন্দোরে ছিলেন। এ থেকে স্পষ্ট হয়ে যায় তাঁর চিত্রাঙ্কনের দক্ষতা এবং শিল্পের প্রতি তাঁর গভীর অনুরাগ।

দেবাশিসের চিত্রকলার কাছে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁর আঁকা কিছু পোর্ট্রেট আমাদের গ্যালারিতে রাখছি। অর্থাৎ আপনাদের কাছে তুলে ধরছি। তুলে ধরছি তাঁর দক্ষতা।


উত্তম মাহাত, সম্পাদক































































সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল-uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪