ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার

১২ বৈশাখ ১৪২৮ / ২৬ এপ্রিল ২০২১
________________________________




সন্দীপ কুমার- এর জন্ম ১৭ অক্টোবর, কলকাতায়, এ যাবৎ তাঁর চারটি একক আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। প্রথম প্রদর্শনী বর্ধমান-এ, ২০০৩ সালে, ২০০৫ সালে দ্বিতীয় প্রদর্শনী, গগনেন্দ্র চিত্র প্রদর্শ-শালায়। শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবনে তাঁর তৃতীয় প্রদর্শনী, ২০০৭ সালে। চতুর্থ প্রদর্শনীটি হয় ২০০৯ সালে "বইচিত্র" প্রদর্শনী কক্ষে। এছাড়া তাঁর তোলা আলোকচিত্র বাংলা ভাষার বিভিন্ন প্রথম শ্রেণীর সংবাদ ও ম্যাগাজিনে বহুবার মুদ্রিত হয়েছে। বর্তমান নিবাস কলকাতায়। তবে কলকাতার থেকে অধিক প্রিয় জেলা, পুরুলিয়া। এমনকি শান্তিনিকেতনের থেকেও পুরুলিয়াকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন তিনি, তা সে ফটোগ্রাফি হোক বা মনের প্রশান্তিতে!
এছাড়া তিনি বেশ কয়েক বছর যাবৎ " সুরের জগৎ " নামে একটি গানের পত্রিকা সম্পাদনা করে আসছেন। বলা যেতে পারে বাংলা ভাষায় এই মুহূর্তে একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা।
মনফকিরা ও গাঙচিল প্রকাশনী থেকে "অজ্ঞাত এক আলোকচিত্রীর আত্মজীবনী," " টানা দাগ," "অন্তরঙ্গ," ও " কবিতা হলে এভাবেই লিখব " নামে তাঁর চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
তার আশু প্রকাশ্য আরও দুটি কাব্যগ্রন্থের নাম---- " হাম্বা হাম্বা ভারত, লম্বা এক হনুর লেজ," "শোভাযাত্রা শেষ, শবযাত্রা শুরু। "
সন্দীপ কুমার একাধারে আলোকচিত্র শিল্পী, কবি, অন্যদিকে একজন সঙ্গীত প্রেমী মানুষ। শিল্পের প্রতি এই অটুট ভালোবাসার কারণেই এক একটা বিষয় এসে ধরা দেয় তাঁর হাতে, তাঁর ক্যামেরার লেন্সে। আর সাধারণ সব বিষয় হয়ে ওঠে অসাধারণ।
এই অতি সাধারণ বিষয় আশয়ের খোঁজে রুখা মাটির দেশ পুরুলিয়াতে বার বার ছুটে আসেন সন্দীপ কুমার। আর যতবারই আসেন ততবারই নতুন কিছুর সন্ধান পেয়ে যান। তাই গভীর থেকে গভীরতর হতে থাকে পুরুলিয়ার প্রতি তাঁর সম্পর্ক।
আলোকচিত্র শিল্পী সন্দীপ কুমার কয়েক দিন আগেই কাশ্মীর গিয়েছিলেন। সেখান থেকে আমাদের জন্য বেশ কিছু মনোমুগ্ধকর আলোকচিত্র পাঠিয়েছেন। এবারের ছবি প্রদর্শ-শালাতে ওনার সেইসব ছবি রাখতে পেরে আমরা ধন্য। অরন্ধন ওয়েব সংস্করণ-এর পাঠককুলের কাছে এইসব ছবি তুলে দিতে পেরেও গর্বিত আমরা।


উত্তম মাহাত, সম্পাদক


























































































সম্পাদক : উত্তম মাহাত
সহযোগিতায় : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

  1. ছবির বিষয়, ছবির ভাষা, এঙ্গেল সব আলাদাধরনের..নতুন আঙ্গিকে ধরা পড়ে সন্দীপদার লেন্সে..

    উত্তরমুছুন
  2. খুবই মনোমুগ্ধকর চিত্রগুলি। শিল্পী সন্দীপ কুমারকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

    উত্তরমুছুন
  3. স্বরূপ দত্ত, পুরুলিয়া২৭ এপ্রিল, ২০২১ এ ৮:৩৭ PM

    খুবই সুন্দর লেখা ও ছবিগুলি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪