ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার
দ্বিতীয় বর্ষ ।। চতুর্থ ওয়েব সংস্করণ ।। ২৩ জৈষ্ঠ্য ১৪২৮ ।। ৭ জুন ২০২১
____________________________________________
কয়েকটি কথা
_____________
আলোকচিত্রী সন্দীপ কুমার বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি তুলতে তুলতে কবি ব্যক্তিত্বদের ছবি তুলে ফেলেছেন। যে কবিরা নিজের গৌরবে মূর্ত হয়ে আছেন আমাদের মনে। এখানে মাত্র কয়েক জন কবি ব্যক্তিত্বের আলোকচিত্র আমরা প্রকাশ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
আমরা সাধুবাদ জানাই সন্দীপ কুমারকে। যাঁর আন্তরিক সহযোগিতা ছাড়া কবিদের ছবি প্রকাশ করা সম্ভব ছিল না।
সন্দীপ কুমার নিজেও কবি।
আলোকচিত্রীর আড়ালে কবি নামটা চাপা পড়ে যায়। অথবা নিজেই নিজেকে আড়াল করেন।
এই বোধহয় সন্দীপের গরিমা।
তাঁর কাছে আমাদের অশেষ ঋণ
জানাই।
আত্মপ্রতিকৃতি
____________________________________________
সুভাষ মুখোপাধ্যায়
রাম বসুু
সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com
প্রিয় কবিদের ছবি দেখে মন ভরে গেল। শিল্পী সন্দীপ কুমারকে ধন্যবাদ।
উত্তরমুছুনসন্দীপের প্রতিটি ছবিতে নতুন মাত্রা। দুর্দান্ত।
উত্তরমুছুন👍👍👍
উত্তরমুছুনআহা...
উত্তরমুছুনঅসাধারণ সংগ্রহ
উত্তরমুছুন