ভাষা দিবসে সম্মানিত কবি নির্মল হালদার
কবি নির্মল হালদারের কাব্য জীবনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন "জন্মভূমি" পত্রিকা, মানবাজার, পুরুলিয়া
"ভাষাদিবস " উপলক্ষ্যে "জন্মভূমি" পত্রিকা আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা জানানো হল বিশিষ্ট কবি নির্মল হালদারকে। "জন্মভূমি" পত্রিকার সম্পাদক কবি ও প্রাবন্ধিক তপন পাত্র জানান এই বিশেষ দিনে, জেলার বরিষ্ঠ কবি নির্মল হালদারকে তার সৃজনের অর্ধ শতবর্ষে সম্মাননা জ্ঞাপন করতে পেরে তারা গর্বিত। পত্রিকার পক্ষ থেকে মানবাজারে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন কবি সাহিত্যিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক চন্ডীদাস মুখোপাধ্যায়, অধ্যাপক সৌরভ বক্সী, সমীর মুখোপাধ্যায়, সমীর দত্ত, প্রসাদ দাশগুপ্ত, প্রদীপ মন্ডল, দুর্গাদাস দত্ত, দেবাশীষ নারায়ণ দেব, মনোজ মুখার্জ্জী প্রমুখ বিশিষ্ট স্থানীয় ব্যক্তিগণ। প্রকাশিত হয় "জন্মভূমি _মানবাজারের কবি ও কবিতা সংখ্যা। পত্রিকাগোষ্ঠী ছাড়াও উপস্থিত বিশিষ্টজনেরা ঐকান্তিক উদ্যোগে কবিকে সম্মাননা জানান। কবি দেবীপ্রসাদ গাঙ্গুলী, বিশ্বম্ভর নারায়ণ দেব, গৌতম দত্ত, অনুরূপা সেন, জগন্নাথ ব্যানার্জ্জী, পল্লব গোস্বামী, সৌরভ লায়েক, উজ্জ্বল গরাই, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দেওঘরিয়া প্রভৃতি কবিদের কবিতাপাঠে অনুষ্ঠান ভিন্নমাত্রা লাভ করে। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন তপন পাত্র। মননশীল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার কোন অভাব ছিল না। মানবাজারের সাংস্কৃতিক পরিমন্ডলে এই ধরনের এক নান্দনিক অনুষ্ঠান বিশেষ প্রভাব ফেলতে সক্ষম হবে বলেই _সম্পাদক তপন পাত্র আশা রাখেন।
ছবি ঋণ : তপন পাত্র ও উনার ছাত্ররা









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন