একটি কবিতা সন্ধ্যা
একটি কবিতা সন্ধ্যা দু'টি গ্রন্থ প্রকাশ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""''''""
মাঝে মাঝে সবাই মিলে ছুঁতে চাই এক উঠোন, এক আকাশ ; শ্রাবণ মেঘের কাছে শিখে নিতে চাই মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলার মন্ত্র ---এই আশা ও ভরসা নিয়েই গত ২৫ জুলাই মানবাজার মানবীর ইন্টারন্যাশনাল স্কুলের ছায়া সুনিবিড় সবুজ সুন্দর মুক্ত প্রাঙ্গণে "জন্মভূমি" পত্রিকার উদ্যোগে এক ঝাঁক কবি সাহিত্যিক ও শিল্পীর মহামিলন ঘটলো । প্রকাশিত হলো দেবাশীষ নারায়ণ দেবের "রচনা সংগ্রহ" ও আশুতোষ বিশ্বাসের "চন্দন কাঠে রাঁধা হরিণীর মাংস"। বর্ষার গান, ঝুমুর , কবিতা পাঠ ও কবিতা বিষয়ক আলোচনায় অংশ নেন কবি নির্মল হালদার সুমন বন্দ্যোপাধ্যায় গোরাচাঁদ নারায়ন দেব কিরিটি মাহাতো সৌরভ বকসী সহ মোট ৩২ জন সহৃদয় ব্যক্তি । সব মিলিয়ে সেই বেলাডুবা অবেলায় ঝাড়বাগদা পাহাড় কোলের মুক্ত বিদ্যালয়ের অঙ্গনে শ্রাবণের ধারার মতো ঝরে পড়েছিল কাব্য সুষমামণ্ডিত সুনিবিড় ভালোবাসা।
অনুষ্ঠানের ছবি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন