ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অনুরাগ মাহাত
আলোক-চিত্রশিল্পী অনুরাগ মাহাত-র জন্ম পুরুলিয়া জেলার বোরো থানার ছোট্ট একটা গ্রাম ধান্দা-তে । ছেলেবেলা ও স্কুল ঐ গ্রামেই। তারপর মানবাজার রাধামাধব থেকে H S পাশ । সেই বয়স থেকেই ছবি আঁকার প্রতি নেশা । পরবর্তীকালে মানবাজার মানভূম মহাবিদ্যালয় থেকে B A পাশ করেন । বর্তমানে পঞ্চায়েতের একটা contractual কাজে নিযুক্ত হবার কারণে ও পারিবারিক চাপে ছবি আঁকার অভ্যাস ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়। কিন্তু পেয়ে বসে ছবি তোলার নেশায়। কলেজের এক বন্ধুর মোবাইলে ছবি তোলা দেখার পর ছবি তোলার প্রতি কৌতুহল বাড়তে থাকে। তারপর মোবাইল দিয়ে কিছু সুন্দর ছবি তোলার চেষ্টা করতে করতে হাতে আসে Nikon coolpix L830. পরবর্তী কালে ছবি তোলার প্রতি অটুট আগ্ৰহ দেখে বোন ও জামাইবাবু মিলে কিনে দেন Nikon D5300.
প্রাকৃতিক সৌন্দর্য, সহজ সরল গ্রামীণ জীবন যাপন ও আদিবাসী মানুষদের সংস্কৃতিতে মুগ্ধ হয়ে পুরোনো সেই নেশা আবার মাথা চাড়া দিয়ে উঠতে থাকে কিছুদিন পর। তবে, এই দ্বিতীয় ধাপে এসে রঙ-তুলির বদলে ক্যামেরাকেই গুরুত্ব দেন বেশি।
তিনি নিজেকে কোনো ফটোগ্রাফার মনে করেন না। বরং ঘুরে বেড়াতে ভালোবাসেন। গ্রাম বাংলার আদি অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য ওনাকে বারবার কাছে টানে। সেই সঙ্গে বিভিন্ন ধরণের মানুষের জীবনযাত্রা, তাদের আচার অনুষ্ঠান ও শিল্প-সংস্কৃতির প্রতি ওনার বরাবরের কৌতুহল। তাই সুযোগ পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন বাইকে করে। ভ্রমণ পথে যা কিছু দৃষ্টি আকর্ষণ করে তাই ক্যামেরাবন্দি করে রাখেন সযত্নে।
পুরুলিয়ার বিখ্যাত ফোটোগ্রাফার সুদীপ স্যার, ফাল্গুনীদা সহ আরও কিছু আলোক-চিত্রশিল্পী ও বিভিন্ন স্তরের মানুষের স্বীকৃতি, ভালোবাসা ও আশীর্বাদ-ধন্য এই নবীন আলোক-চিত্রশিল্পী প্রতিষ্ঠা লাভের থেকে মানুষের ভালোবাসাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
উত্তম মাহাত, সম্পাদক
বেশ ভালো লাগলো
উত্তরমুছুনThank you ❤️🙏😊
মুছুনসুন্দর ছবি।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 😊🙏💖
মুছুনকিছু ছবি সত্যিকারের খুব ভালো। সঠিক গুরুর সঠিক শিষ্য।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 😊🙏💖
মুছুনখুব ভালো, দারুন, চালিয়ে যাও
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 😊🙏💖
মুছুনখুব সুন্দর
উত্তরমুছুন