ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। জাভেদ আলাম
আলোকচিত্রশিল্পী জাভেদ আলমের জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিম বঙ্গের রূপে ঝলমল জেলা পুরুলিয়ায়। তিনি ১৯৭৯ সালের ১৬ মে মাননীয় খুরশিদ আলম আনসারী মহাশয়ের পরিবারে জন্মগ্রহণ করেন।
মূলতঃ তিনি একজন ভ্রমণ-প্রিয় মানুষ, যিনি ক্যামেরার লেন্সে ধরে রাখতে পছন্দ করেন বিভিন্ন জায়গা, মানুষ এবং তাদের প্রতিকৃতি। একজন শৌখিন আলোকচিত্রশিল্পী হিসেবে সেই সমস্ত কিছুকে তিনি তাঁর ক্যামেরার লেন্সে ধরে রাখতে পছন্দ করেন যা তাঁর দৃষ্টি আকর্ষণ করে।
তিনি ২০০৪ সালে প্রথম আলোকচিত্রের প্রতি আকর্ষণ অনুভব করেন যখন তিনি একজন পুরস্কার প্রাপ্ত বিখ্যাত আলোকচিত্রশিল্পীকে ফোটোসপ শেখাতে শুরু করেন। তিনি ওঁর আলোকচিত্র থেকেই আলোকচিত্রের প্রতি এতটা উদ্বুদ্ধ হয়ে ওঠেন এবং সঠিক ধারণা লাভ করতে সমর্থ হন। কিন্তু পড়াশোনা চলতে থাকায় তখনই ছবি তোলার কাজে নেমে পড়তে পারেননি। পরবর্তীকালে জীবনে আর্থিকভাবে প্রতিষ্ঠা লাভের পর ২০১১ সালে তিনি প্রথম ক্যামেরা ক্রয় করেন। সেই প্রথম আলোকচিত্রের জগতে যাত্রা শুরু তাঁর।
একজন আলোকচিত্রশিল্পী হয়ে ওঠার পর সমস্ত বিষয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যায়। বর্তমানে তিনি তাঁর বয়োজ্যেষ্ঠ এবং সমকক্ষ আলোকচিত্রশিল্পীদের কাছ থেকে আলোকচিত্র শিল্পের দক্ষতাপূর্ণ কৌশল এবং বোদ্ধিক বিষয়গুলো শেখার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সম্পাদক : উত্তম মাহাত
বাহ্ ভালো লাগলো ছবি দেখে..
উত্তরমুছুনজাভেদকে একদম কাছ থেকে দেখেছি। খুব ভালো ছেলে। শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন। খুব সুন্দর ছবি তোলে। যদিও এখানে প্রথম দুটো ছবি আমার ভালো লাগে নি। বাকিগুলো সুন্দর। আগে দেখেছি। আবার দেখে ভালো লাগলো। শুভেচ্ছা রইল জাভেদ।
উত্তরমুছুনExcellent photography
উত্তরমুছুনজাভেদ দা কে খুব কাছ থেকে চিনি, সবার আগে একজন ভালো মানুষ উনি, ছবি তুলতে গেলে মনের যে স্তরে বিচরণ এবং চিন্তার যে বিস্তৃতি লাগে সে দুটোই ওনার মধ্যে সদা বিরাজমান..
উত্তরমুছুনআরো অনেক বড় চিত্রশিল্পী হবেন উনি এই শুভ কামনা রইলো
দারুণ দারুণ জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা
উত্তরমুছুন