ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। তীর্থঙ্কর ওঝা

১৯৮৭ সালের ৫ মার্চ পুরুলিয়া জেলার হুটমুড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তীর্থঙ্কর ওঝা। পিতার কর্মসুত্রের কারণে এবং তাঁর ( আলোকচিত্র শিল্পীর ) শিক্ষার জন্য একসময় তাঁর পিতা তাঁকে নিয়ে পুরুলিয়া শহরে চলে আসেন এবং তাঁকে ভর্তি করে দেন হোলি চাইল্ড স্কুলে। তারপর তিনি শিক্ষা গ্ৰহণ করেন পুরুলিয়া শহরেরই চিত্তরঞ্জন স্কুলে। 
                স্কুলের গন্ডি পার হয়ে পুরুলিয়ার সুপরিচিত জে. কে. কলেজে ভর্তি হন কলা বিভাগে। এখান থেকেই গ্ৰ্যাজুয়েট হয়ে ওঠেন তিনি। তারপর পোস্ট গ্রাজুয়েট করেন ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্টের ওপর। বর্তমানে একটি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন।   
                 প্রথম দিকে একটা সময় ইউরো অরগানিক্স, ডিপিপিএল, এবং ইউফোরিকের  মতো ড্রাগ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন তিনি। তবে ছোটবেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল অদম্য। আদ্য, মধ্য এবং পূর্ণ তিনটি পরিক্ষাতেই বেশ ভাল ফলও করেছিলেন। তারপর একটু একটু করে সরে গেলেন আঁকা থেকে। এখন আঁকা হলেও আর রঙ তুলিতে হয় না, হয় ক্যামেরাতে।  
                  ছবি তোলার হাতে খড়ি বাবার কাছে। কিন্তু ছবি তোলার জন্য ভালোবেসে প্রথম ক্যামেরা কিনে দিয়েছিলেন তাঁর মা। তাই ছবি তোলার জন্য অনলস পরিশ্রম করতে পারেন হাসি মুখে। তাঁর ছবি তোলার অনুপ্রেরণা হলেন বাবা, মা, দাদা এবং ভাই । স্টিভ মারকিউরি তাঁর ফটোগ্রাফির ইন্সপিরেশন। দেশ বিদেশের বহু সম্মান ও পুরস্কারও তিনি পেয়েছেন। তাঁর মধ্যে  Chitranjali National Award 2022, তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা 2018-19, থার্ড আই ফটোগ্রাফি এওয়ার্ড,  ক্যালাইডোস্কোপ ফটোগ্রাফি এওয়ার্ড, Northern Photography Society Award ইত্যাদি।



সম্পাদক, উত্তম মাহাত 















































এই সংস্করণের আলোকচিত্র সংগ্ৰহে সাহায্য করেছেন আলোকচিত্রী পলাশ ঘোষ মহাশয়। ওনার কাছে আমরা কৃতজ্ঞ।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার