ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। বিকাশ দাশ
শ্রী বিকাশ দাস (জন্ম ৭ জানুয়ারী, ১৯৫৪) কলকাতার একজন স্বনামধন্য প্রবীণ ফটোগ্রাফার। একজন স্ব-শিক্ষিত সম্মানিত সিনিয়র ফটোসাংবাদিক যিনি ১৯৯০ সাল থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করে চলেছেন। সত্যযুগ, একটি স্থানীয় দৈনিক (১৯৭৭-৮১) এবং দ্য স্টেটসম্যান (১৯৮১-৮৯) এর জন্য একজন ফ্রিল্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। তাঁর দীর্ঘ কর্মজীবনে, তিনি ভারতের প্রায় সমস্ত অগ্রগণ্য সংবাদপত্র ও ম্যাগাজিনে অবদান রেখেছেন। তিনি মানুষকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অকপট মুহুর্ত গুলিতে ক্যামেরাতে ধরে রাখতে পছন্দ করেন এবং গ্রামীণ এলাকায় ভ্রমণ ও কাজ করতে পছন্দ করেন। নৃতত্ত্ব ও ইতিহাস তাঁর প্রিয় বিষয়। HMI, দার্জিলিং-এর একজন প্রশিক্ষিত পর্বতারোহী, শ্রী দাস হিমালয়ে বিভিন্ন অভিযান এবং উচ্চ থেকে উচ্চতর ট্রেকিংয়ে যোগ দিয়েছেন। এছাড়াও তিনি সম্মানসূচক ফেলো, মাননীয় উপাধিতে ভূষিত হন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টে শ্রেষ্ঠত্বের জন্য সিবিউ, রোমানিয়ার ফোটোক্লাব থেকে FCOS শিরোনাম। তিনি ২০১২, ২০১৭ এবং ২০১৯ সালে ক্যান্ডিড জার্নালিজম ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন, ইউনেস্কো পুরস্কার ৫ বার, আসাহি শিম্বুন পুরস্কার ৪ বার, নিকন পুরস্কার দুইবার, WHO পুরস্কার, অলিম্পাস, FIAP পদক ইত্যাদি জিতেছেন। এছাড়াও, তার কাজ বিশ্বব্যাপী ৩০ টি দেশে প্রদর্শিত হয়েছে। তিনি ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি (এফআইপি) এবং ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (পিএবি) এর আজীবন সদস্য। শ্রী দাস PAB-এর ব্যানারে হুগলি নদীর পূর্ব পাড়ে কলকাতায় প্রথম আন্তর্জাতিক কালার স্লাইড সালোঁর আয়োজন করেন। তিনি ছিলেন একজন অফিসিয়াল এক্স-ফটোগ্রাফার এবং ভারতে ফুজিফিল্মের পরামর্শদাতা।
উত্তম মাহাত, সম্পাদক
চমৎকার পোস্ট। ধন্যবাদ সম্পাদক। অশোক কুমার কুণ্ডু।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনMany thanks for sharing the work of one of the greatest photo journalists of India.
উত্তরমুছুনমনোমুগ্ধকর ।
উত্তরমুছুনপ্রতিদিন এই বিভাগের উন্নতি হচ্ছে, দারুন সব ছবির কোলাজ দেখতে পাচ্ছি আমরা..
উত্তরমুছুনআমার বন্ধু , প্রিয়জনের একজন।
উত্তরমুছুনঅপূর্ব! ওনার আরো ছবি দেখানোর অনুরোধ রইল
উত্তরমুছুন