ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অভিষেক মিত্র

 


১৯৯২ সালের ১৭ জানুয়ারি পুরুলিয়া শহরের এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আলোকচিত্র শিল্পী অভিষেক মিত্র। পড়াশোনা ও বেড়ে ওঠাও এই শহরেই। বর্তমানে তিনি সাস্থ্য বিভাগে কর্মরত।
              ছোটবেলার দিনগুলি থেকেই ছবির প্রতি একটা অন্যরকম টান অনুভব করতেন তিনি। বিভিন্ন রকম সৃষ্টিশীল ছবি দেখতে ভালো লাগতো তাঁর। সেই থেকেই ছবির প্রতি একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। শুরু হয় ছবি যাপন। তারপর ছবি তোলার দিকে ঝুঁকে পড়েন তিনি। গ্ৰামাঞ্চলের বিভিন্ন বিষয় হয়ে ওঠে ছবির বিষয়। সুন্দর সুন্দর মুহূর্তকে ধরে ফেলেন ক্যামেরার আলোয়।
               প্রথমে মোবাইল ফোন দিয়েই ছবি তুলতে শুরু করেন। তারপর নিজে চাকরিতে যোগ দিলে কিনে ফেলেন ক্যামেরা। ছবি তোলার আনন্দ ও গতিটা যেন দ্বিগুণ হয়ে ওঠে। চিন্টু দত্ত, পল্লব মণ্ডল, শীর্ষেন্দু ব্যানার্জী, হরেকৃষ্ণ কর্মকার প্রভৃতি সিনিয়র দাদাদের কাছ থেকে ক্যামেরাতে কীভাবে নিখুঁত ছবি তুলতে হয় সেইসব কৌশলগুলো শিখতে থাকেন। তিনি মনে করেন, শেখার শেষ নেই। তাই এখনও শিখে চলেছেন। 
               মানুষের দিন প্রতিদিনের বিভিন্ন ছবি তুলতে বেশি ভালোবাসেন। আর পুরুলিয়ার বিভিন্ন উৎসব অনুষ্ঠান যেগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে সেইসব আচার অনুষ্ঠানের ছবি নিজের ক্যামেরা বন্দী করে রাখেন এই আলোকচিত্র শিল্পী।
                পুরস্কারের পিছনে ছুটতে ভালো লাগেনি তাঁর, ছবি তুলতে ভালো লাগে তাই তোলেন। এই ভালো লাগা বাঁচিয়ে রাখে তাঁকে।



উত্তম মাহাত, সম্পাদক

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪