ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শুভাশিস গুহ নিয়োগী
অনিকেতের বন্ধুদের মধ্যে এক অন্যতম ঘনিষ্ঠজন হলেন আলোক চিত্রশিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়। তাঁর আলোকচিত্রের পর্বে পর্বে আমরা যে অপার আনন্দের সন্ধান পেয়ে থাকি তা অতুলনীয়। বাঁধভাঙ্গা এই রসধারাকে অবিচ্ছিন্ন রাখার তাগিদে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ক্যামেরা হাতে ছুটে বেড়ান তিনি। ক্যামেরার লেন্সে নিয়ে আসেন অমৃত ধারা।
শিক্ষকতা এবং অন্যান্য সামাজিক কাজকর্মের মাঝেই ২০১০ সাল থেকে চেপে বসে এই নেশা। অর্থাৎ ছবি তোলার নেশা। সেই থেকেই হাতে খড়ি এই জগতে। তারপর ক্রমে ক্রমে পৌঁছে যান উন্নতির চূড়ান্ত শিখরে। ২০১৫ সালে পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পান ফটোগ্রাফিতে। সেই ছবিতে উঠে এসেছিল পুরুলিয়া জেলার গ্রামীণ জীবন।
গগনেন্দ্র প্রদর্শশালা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রভৃতি বেশ কিছু স্থানে প্রদর্শিত হয়েছে তাঁর ছবি। সর্বোপরি ওঁর ক্যামেরা কথা বলে। সাটার টিপে তুলে আনেন অসাধারণ সব মুহূর্ত। ক্যামেরার লেন্স দিয়ে ছবি আঁকেন বিচিত্র ভাবনায়।
এবারের সংস্করণে পুরুলিয়ার গ্ৰামীণ জীবন ধারারই বেশ কিছু ছবি তুলে ধরা হলো আপনাদের কাছে। আশা করি ওঁর এই ছবি আনন্দ দিতে সক্ষম হবে আপনাদের।
উত্তম মাহাত, সম্পাদক
বাঁদনা পরবে আমাদের গ্রামজীবনের সেজে ওঠার চলচিত্র..
উত্তরমুছুন