ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত
একদিকে সাংসারিক প্রতিবন্ধকতা অন্যদিকে কর্মহীনতা, বাধ্য হয়েই সিকিউরিটি সুপারভাইজারের কাজ নিয়ে কখনো জয়পুর তো কখনো ওড়িশ্যাতে যেতে হয় তাঁকে। তার সাথে সাথেই চলতে থাকে ছবি তোলার কাজ।
তিনি জানান ------ পেশাদার আলোকচিত্র শিল্পী নন তিনি। ভালোবাসার খাতিরেই ছবি তোলেন। বিভিন্ন ধরনের ছবি তুললেও প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট পতঙ্গের ছবি তুলতে বিশেষ পছন্দ করেন।
আলোকচিত্র শিল্পের যাত্রাপথে আজ পর্যন্ত কোনো পেশাদার আলোকচিত্র শিল্পীর সাহায্য পাননি এখনও। তবে ইনস্টাগ্ৰামে কেরালা, ইন্দোনেশিয়া ও কোলকাতার কিছু আলোকচিত্র শিল্পীর আলোকচিত্র নিয়মিত দেখেন এবং তা পর্যবেক্ষণ করে থাকেন তিনি। তাই একথা বলতেই পারি এক কথায় তিনি একলব্য।
উত্তম মাহাত, সম্পাদক
অসাধারণ সূক্ষ্ম ছোঁয়া
উত্তরমুছুনদেখার চোখই ছবি তোলার আসল কল, যা মুকেশের রয়েছে। আর আছে সুষমা বোধ। মুগ্ধতা!
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ।
মুছুনঅসাধারণ ছবি প্রদর্শন-শালা 💝💝
উত্তরমুছুন