ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ও উডকাট ওয়ার্ক ।। পাঁচু গোপাল দত্ত

চিত্রশিল্পী পাঁচু গোপাল দত্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক হিসেবে দীর্ঘ জীবন কাটানোর পর কয়েক বছর আগে পরলোক গমন করেন। তার আগে পর্যন্ত শিল্পী কুনাল মন্ডলের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল এই শিক্ষক তথা শিল্পীর। সেই সূত্র ধরেই শিল্পী কুনাল মন্ডলের দীর্ঘদিন যাতায়াত ছিল পুরুলিয়ার সিঙ্গার পট্টিতে অবস্থিত তাঁর হাডকোর ফ্ল্যাটবাড়িতে। তিনি স্নেহভাজন ছিলেন শিল্পীর সহধর্মিনীরও। তাই শিল্পীর পরলোক গমনের পর শিল্পীর ব্যবহৃত বেশ কিছু দ্রব্য সামগ্রী এবং পাসপোর্ট সাইজের কিছু আঁকা ছবিসহ কিছু উডকাট কুনাল মন্ডলের হাতে তুলে দেন তাঁর সহধর্মিনী। সেইসব উডকাট এবং কয়েকটা ছবি কুনাল মণ্ডলের হাত ধরে এসে পৌঁছায় আমার কাছে। আজ সেই সব চিত্রকর্ম এবং উডকাটের প্রতিলিপি আপনাদের কাছে তুলে ধরা হলো। আশা করি সেই সব শিল্পকর্ম আপনাদের আনন্দ দিতে সক্ষম হবে।


উত্তম মাহাত, সম্পাদক




























শিল্পী কুনাল মন্ডলের কাছে আমরা কৃতজ্ঞ।





মন্তব্যসমূহ

  1. দারুণ কাজ, অসাধারণ

    উত্তরমুছুন
  2. পার্থসারথি মহাপাত্র৬ ডিসেম্বর, ২০২২ এ ৭:০৩ AM

    খুব ভালো কাজ। কয়েকটি কাজ দেখে চোখ জুড়িয়ে গেল।

    উত্তরমুছুন
  3. অসাধারণ সৃষ্টি।শিল্পীকে কুর্ণিশ।

    উত্তরমুছুন
  4. ইনি ত একজন খাঁটি শিল্পী ছিলেন, দেখছি!... এঁর তেমন নাম শুনিনি কেন আগে?... আরও দেখতে চাই এঁর কাজ!... আরও জানতে চাই এঁর সম্পর্কে!... ...

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪