ছবি প্রদর্শ-শালা ।। ভাস্কর্য শিল্প ।। দেবাশিস রায়













































_______________________________________________


শিল্পীর পরিচিতি




ভাস্কর্য শিল্পী দেবাশীষ রায়ের জন্ম ১৯৯৬ সালের ৩রা জানুয়ারি। পুরুলিয়া জেলার বাতিকরা গ্ৰামে জন্মগ্ৰহণ করেন তিনি। তারপর গ্রামেরই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ভর্তি হন কলকাতার গভর্নমেন্ট আর্ট এন্ড ক্রাফট কলেজে। সেখান থেকে ভাস্কর্যে ও চারুকলায় স্নাতক হন।
ভাস্কর্যের মধ্যে কাঠ খোদাই, পাথর খোদাই, সিমেন্ট ঢালাই, ফাইবার, মেটাল ঢালাই, সিরামিক, গ্লাস, এবং মৃৎশিল্পের মূল বিষয়গুলিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। এছাড়াও পেইন্টিং এবং অঙ্কনেও অসামান্য দক্ষতা বিদ্যমান। তিনি নিপূণভাবে ওয়েল পেইন্টিং, চারকোল পেইন্টিং এবং ওয়াস পেইন্টিং করতে পারেন। তবে কারুকাজ এবং ডিজাইনের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে এই শিল্পীর।



প্রদর্শনী ও অংশগ্রহণ :-

২০১৫ : রাজ্য চারুকলা পরিষদ, চারুকলা শিক্ষা শিবির-ও-আলোচনাচক্র।

২০১৫-১৬ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা, রাজ্য স্তর - রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতা।

২০১৬-১৭ : জেলা পর্যায় - কারুশিল্প প্রতিযোগিতা।

২০১৮-১৯ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা, রাজ্য স্তর - রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতা।

২০১৯, ২০২০, ২০২১ পরম্পরা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতার বার্ষিক প্রদর্শনী।

২০২১ : বম্বে আর্ট সোসাইটি অনলাইন আর্ট প্রদর্শনী, স্বাধীনতার রঙ, শিল্পের ৭৫ বছর।



প্রতিযোগিতা ও পুরস্কার :-

২০১৫ : মৃত সুপ্রিয় কুমার কৃতি শিল্পী স্মারক সম্মান (রৌপ্য পদক), বাঁকুড়া।

২০১৫-১৬ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা, রাজ্য স্তর - রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতা।

২০১৬-১৭ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা।

২০১৮-১৯ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা, রাজ্য স্তর - রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতা।

২০১৮-১৯ : জেলা স্তর - কারুশিল্প প্রতিযোগিতা, রাজ্য স্তর - রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতা।

২০১৯-২০ : গৌতম পাল বৃত্তির শংসাপত্র গভর্নমেন্ট কলেজ অফ আর্ট ও ক্রাফট, কলকাতা থেকে কৃতিত্বের শংসাপত্র (রৌপ্য পদক) ২য় সর্বভারতীয় জাতীয় অনলাইন আর্ট প্রতিযোগিতা বা রৌপ্য প্রতিযোগিতা থেকে।

গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা থেকে গীতা দাস বৃত্তির ২০২০-২১ শংসাপত্র।

২০২১-২২ : সরকারি কলেজ ও ক্রাফট, কলকাতা থেকে কলেজ পুরস্কারের সার্টিফিকেট।

২০২২ : কালরত্নম ফাউন্ডেশন অফ আর্ট সোসাইটি, বেরেলি, ইউপি থেকে কালরত্নম পুরস্কার।

২০২২ : অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি পুরস্কার, দিল্লি।


মো. নং - 9932147333, 9932078351

ইমেইল - debasish96roy@gmail.com






মন্তব্যসমূহ

  1. খুব ভালো কাজ।সব থেকে বেশি ভালো লাগল দেয়ালের কাজ।

    উত্তরমুছুন
  2. সাবানের উপর দেবীর ছবি দেখেই মনে হয়েছিল চেনা চেনা লাগছে। নীচে নেমে ছবিটা দেখার পর বুঝতে পারলাম আমাদের হারিয়ে যাওয়া দেবাশিস কে..
    খুব ভালো কাজ, খুব সুন্দর হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪