কবি নির্মল হালদারকে ঐহিক সম্মাননা প্রদান

গত ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার প্রেস কর্ণারে ঐহিক সম্মাননা ২০২৩ প্রদান করা হল কবি নির্মল হালদারকে। নির্মল হালদার পুরুলিয়ার ভূমিপুত্র। প্রান্তে তার বসবাস। রাজধানী কেন্দ্রিকতার বাইরে বসবাস করেও তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রেই রয়ে গেছেন, অগণিত পাঠক, অগ্রজ অনুজ সকল বন্ধুর হৃদয় কেন্দ্রে তাঁর বসবাস।
নির্মল হালদারকে সম্মাননা প্রদান করেন মৃদুল দাশগুপ্ত, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কালীকৃষ্ণ গুহ।











































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার