অরন্ধন ওয়েব সংস্করণের সম্পাদক উত্তম মাহাতকে (কল্পোত্তমকে) ঐহিক তপতী চ্যাটার্জী স্মারক সম্মাননা প্রদান
গত ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার প্রেসকর্ণারে ঐহিক তপতী চ্যাটার্জী সম্মাননা ২০২৩ প্রদান করা হল (কল্পোত্তম) উত্তম মাহাতকে (অরন্ধন ওয়েব সংস্করণের সম্পাদক)। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে যাঁরা শিল্প সাহিত্যের জগতে আগামীদিনে স্থান করে নেবেন রঙ আর আখরের জগতে, উত্তম (কল্পোত্তম) তাঁদের সার্থক অনুপ্রেরণা।
সম্মাননা প্রদান করলেন প্রবুদ্ধ মিত্র, রাণা রায়চৌধুরী ও কালীকৃষ্ণ গুহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন