ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। তনুশ্রী চন্দ্র
এই সংস্করণের আলোকচিত্র শিল্পী তনুশ্রী চন্দ্র পুরুলিয়া নিবাসী এক গৃহবধূ, লেখিকা ও ভ্রমণ পিপাসু মানুষ। ঘরের বাইরে পা বাড়াতেই চোখের সামনে ভেসে ওঠে যে সুন্দর দৃশপট, তা যতক্ষণ না পর্যন্ত ক্যামেরাবন্দি করতে পারছেন ততক্ষণ শান্তি নেই তাঁর। তাই চোখের সামনে আসা দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বৈচিত্র্যময় জগৎ, তার মধ্যে অবস্থানরত ছোটো ছোটো কীটপতঙ্গ বা বিশাল টাওয়ার যাই হোক না কেন ক্যামেরাবন্দী করতে ভোলেন না তিনি। তাঁর সেই বিভিন্ন সময়ে তোলা বেশ কিছু আলোকচিত্র নিয়ে এবারের "ছবি প্রদর্শ-শালা" আমাদের। এছাড়াও তাঁর আরেকটি পরিচয়, জেলায় ও জেলার বাইরের বিভিন্ন পত্র পত্রিকাতে কবিতা, ছোটগল্প ও শ্রুতি নাটক লিখে থাকেন তিনি। তিনি ছেলেবেলা থেকেই মাটির সাথে থাকেন। মাটির সাথে তাঁর সখ্য। সখ্য মাটির সাথে মিশে থাকা গন্ধের সাথেও। সখ্য মাটির মানুষদের সাথেও। আর এই মাটির মানুষের সাথে তার একাত্ম হয়ে যাওয়া থেকেই শখের ফটোগ্রাফি করা। তাঁর এই চর্চা অবারিত হোক।
দারুন
উত্তরমুছুনদুর্দান্ত সংগ্ৰহ।দু চোখ ভরে গেল।
উত্তরমুছুনখুব সুন্দর ছবিগুলো।
উত্তরমুছুনঅসাধারণ ❤️
উত্তরমুছুন