ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। পৌষালী চক্রবর্তী
এই সংস্করণের আলোকচিত্র শিল্পী পৌষালী চক্রবর্তীর আগ্রহের বিষয় কেবলমাত্র একটা নয়, কবিতা, ইতিহাস, দর্শন, উনিশ শতক প্রভৃতি নানা বিষয়ে তাঁর আগ্রহ লক্ষ্য করা যায়। বিভিন্ন বিষয়ের উপর আবর্তিত হয় তাঁর কর্মকাণ্ড। সেইসব নেশার মধ্যে বই পড়া, ফটোগ্রাফি, পাহাড়ে বেড়ানো আর ভারতীয় মার্গ সঙ্গীত শোনার নেশাও তাঁর এক বিষয়। রসায়ন, তুলনামূলক সাহিত্য ও বাঙলা সাহিত্য নিয়ে তাঁর পড়াশোনা। পেশায় তিনি রাজ্য প্রশাসনের আধিকারিক। সেই কাজ সুষ্ঠুভাবে সামলেও লেখালেখির কাজে তিনি বিশেষভাবে দক্ষ। তাঁর লেখালেখির শুরু কবিতার হাত ধরে। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে একটি গল্পের বইও। এবার তাঁরই কিছু আলোকচিত্র তুলে ধরা হলো আপনাদের সামনে। উত্তম মাহাত, সম্পাদক মূল পাতায় যান।