চতুর্থ বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। ৩ আষাঢ় ১৪৩০ ।। ১৯ জুন ২০২৩
ভোট আসে ভোট যায়। বিষিয়ে দিয়ে যায় পরিবেশ। বিষিয়ে দিয়ে যায় সম্পর্ক। মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কগুলোকে স্তব্ধ করে দিয়ে যায় বেশ কিছুদিনের জন্য। তারপর আবার সেই। পেটের জোগাড়ে লেগে পড়া। একজনের সঙ্গে আরেকজনের গলাগলি। সময় বাধ্য করে। আমরা সাধারণ মানুষেরা একটা বিষয় বুঝে উঠতে অসমর্থ, ভোটও পেটের জোগাড়েরই এক মাধ্যম। এই মাধ্যমে আমাদেরকে উত্যক্ত করে নাচিয়ে-কুঁদিয়ে ৫ বছরের জন্য পেটের জোগাড় করে নেয় স্বার্থান্বেষীরা। তারপর গায়েব হয়ে যায় গাঁ গঞ্জ থেকে। আমাদের পেটের জোগাড়ের মাধ্যম তৈরি করে না তারা। বরং সেই মাধ্যমগুলোকে ভেঙ্গে চুরে আরো বেশি করে হাভাতে করে তোলে আমাদের। যাতে করে স্বাবলম্বী হয়ে না উঠি আমরা। যাতে করে পাঁচ বছর পর আবার অনায়াসে হাতে ধরানো যায় তাদের নির্ধারিত পতাকা। এক প্লেট খিচুড়ি দিয়ে শিক্ষা চুরি করে এরা। চুরি করে আমাদের ভবিষ্যৎ। চুরি করে আমাদের প্রগতি। চুরি করে আমাদের পরিবেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পতাকা উত্তোলনকারী আজ্ঞাবাহী করে তোলার জন্য দপ্তরে দপ্তরে গভীর গবেষণায় নিযুক্ত রাখে নিজেদের। আর আমাদের রোজগারের সমস্ত কর্মপদ্ধতি...