ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ও ভাস্কর্য ।। উজ্জ্বল মাহাত
































































ভাস্কর উজ্জ্বল মাহাত-র জন্ম ১৯৯৪ খ্রিস্টাব্দের ১৩ জুন। পুরুলিয়া জেলার কাঁসাই নদীর ধারে অবস্থিত চাকিরবন গ্রামের এক সাধারণ চাষি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম - নিরঞ্জন মাহাত, মাতা - লতিকা দেবী। ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৫ সালে উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ব্যাচেলর অফ ফাইন আর্টসে ভর্তি হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ২০২১ সালে সসম্মানে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ওই বিশ্ববিদ্যালয়তেই ভর্তি হন মাস্টার অফ ফাইন আর্টসে। বর্তমানে সেখানেই তিনি শিক্ষানবিশ।
              যে সকল ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন তিনি।
১/ উড কার্ভিং, অতিথি শিল্পী ছিলেন - কার্ল এন্টো, কলা ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন - ২০১৮
২/ উড কার্ভিং, অতিথি শিল্পী ছিলেন - প্রবীর পাল, কলা ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন - ২০২২
৩/ টেরাকোটা, অতিথি শিল্পী ছিলেন - থেট্রি মংকিউ, কলা ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন - ২০২২
৪/ ছো মুখোশ নির্মাণ, চড়িদা, বাগমুন্ডি, পুরুলিয়া - ২০১৯
৫/ ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস ডিসকালচার, নগর নিগম, রায়পুর, ছত্রিশগড় - ২০১৮
৬/ ডোকরা কাস্টিং, অতিথি শিল্পী ছিলেন - মুকুল কর্মকার, কলা ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন - ২০২৩

              এছাড়াও যে সকল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি।
১/ ২০১৭ সালে বিএফএসির দ্বারা কলকাতার আইসিসিইআর-যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
২/ ২০২১ সালে কে বি এক্সিবিট ডট কম-এ অনলাইন যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
৩/ ২০২৩ সালে কলা ভবনের উদ্যোগে নতুন দিল্লির ললিত কলাতে যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
               পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির উদ্যোগে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া জোনাল ছবি আঁকা প্রতিযোগিতাতে ২০১০ সালে তিনি প্রথম স্থান অধিকার করেন।
                তাঁর ছবি ও ভাস্কর্য শিল্প প্রকৃতির কথা বলে। প্রাকৃতিক সমস্যা কাটিয়ে ওঠার কথা বলে। তাঁর সেই সব শিল্পকলা এবার রাখা হল আপনাদের জন্য।


উত্তম মাহাত, সম্পাদক 
   





মন্তব্যসমূহ

  1. উজ্জ্বলের কাজ সম্পর্কে আমরা অনিকেতের বন্ধুরা কমবেশি সকলেই পরিচিত। অরন্ধনের এই পেজে ওর কাজের উজ্জ্বল উপস্থিতি ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. খুব ভালো কাজ। একটা একক প্রদর্শনীর দাবি রাখছি। শিল্পীকে অভিবাদন।

    উত্তরমুছুন
  3. চমৎকার কাজ। স্নেহাশীর্বাদ থাকলো। উজ্জ্বল থেকো।

    উত্তরমুছুন
  4. খুবই সুন্দর কাজগুলি।

    উত্তরমুছুন
  5. অনেক ভালো কাজ একসঙ্গে দেখার আনন্দ অপরিসীম।

    উত্তরমুছুন
  6. অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে- বাড়ীর পাশের উজ্জ্বলের শিল্পকর্ম দেখে - উজ্জ্বলের পাশের গ্রামেই থাকি অথচ তার এত গুনের বিষয় অজানা ছিল ৷ অনেক শুভেচ্ছা জানাই শিল্পীকে❤️

    উত্তরমুছুন
  7. বাহ!! খুব ভাল লাগল, বেশ কিছু কনসেপ্ট চিন্তা করতে বাধ্য করে...

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪