গুচ্ছ কবিতা ।। তৈমুর খান
গুচ্ছ কবিতা তৈমুর খান ১ নিশিবেলায় পাখির মতো ক্লান্ত দিন চলে যায় যেতে যেতে ডাকে ডাকার সংকেতে নিভে যায় আলো আঁধারের চুলগুলি জড়াই প্রিয়ার মতোন চোখেমুখে ২ আমার ঘর এখানে শহর নেই মাটির বাড়ির দাওয়ায় নিঃস্ব পিতার ছায়া পড়ে আছে মায়ের নিকোনো উঠোনে বৃষ্টির দাগ আমাদের কিশোরবেলা আজও ছুটোছুটি করে অদূরে মাটির কলসি ঠাণ্ডা জল নিয়ে বসে আছে পিপাসা পেলে যাই তার কাছে পাতার জ্বালে সেদ্ধ হয় ভাত নতুন ধানের গন্ধে ঘর ভরে আছে ৩ খিদে পালাতে পারি না কোথাও আমি ও আমার ছায়া কাছাকাছি থাকি দুপুরে গরম ভাতের ঘ্রাণ এলে খিদে পায় রোজ রোজ খিদে পায় শুধু! এই পুকুরের ঘাটে দু'দণ্ড বসি বহু পুরনো সিঁড়িতে দেখি নূপুরের শব্দ লেগে আছে আলতা পরা খালি পা কার উঠানামা করে? দুয়ার খোলা আছে বাগানের হাওয়া আসছে বসন্তের আমন্ত্রণ নিয়ে সব কুঁড়ি ফুটবে এবার অনুরাগের পরশ পেয়ে! পালাতে পারি না, মাঝে মাঝে কোকিলের মতো ডাকি— কেন ডাকি? আমার ছায়াটি বোঝে সব, শুধু আমিই বুঝি না; আমার শুধু খিদে পায় এ আর এক অন্য খিদে— খিদের আগুনে হৃদয় সেঁকি! ৪ প্রস্তুতি তোমার আঁচলে কত নক্ষত্র ফুটেছে বিচিত্র আলোর ঝিকিমিকি ...