ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার
পরিচিতি
আলোকচিত্রী
"আমি তোমারই মাটির কন্যা.... জননী বসুন্ধরা"
রবীন্দ্রনাথ ও মা দুর্গা দুজনেই পরপর দুবছর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। একজন মর্ত্যের কবি, অপরজন স্বর্গের দেবী। বাঙালির বিশ্বকবি ও বিশ্বজননী। বেশ বড়সড় দুটো ইন্ডাস্ট্রি। দুজনকে কেন্দ্র করে কত কত মানুষের পেটের অন্নের জোগান হয়। বিশ্বকবি তাঁর কাব্যের উপাদান জোগাড় করতে মাটি, জল, আলো, ফুল, অরণ্যের কাছে বারবার হানা দিয়েছিলেন। বিশ্বজননীর অবয়ব তৈরি করতে মানুষ মাটি, জল, আগুন, কাঠ, খড়, নানান কিছুর সাহায্য নেয়। বিশ্বজননীর আরাধনা করতেও প্রকৃতি থেকে ফুল, ফল হনন করে নিয়ে আসি আমরা। এ ভারতবর্ষ বড় অদ্ভুত। এখানে দেবদেবীরা কোটি কোটি টাকার গহনা পরে সুসজ্জিত হন। আর হাজার হাজার নাগরিকগণ নগ্নপায়ে, নগ্নপোঁদে সর্বত্র বিচরণ করে বেড়ায় একটু সুরক্ষিত হয়ে জীবন যাপন করবে বলে। এ ভারতভাগ্যবিধাতার কপালটাই পোড়া। এ নিন্দা তবু সর্বজন গ্ৰাহ্য নয়। এ ভারতভূমি.... এ বসুন্ধরা যে মা উমার বাপের বাড়ি। বছরে একবার মেয়ে বাপের বাড়ি আসেন; কাশফুল শিউলি ফুল নিয়ে প্রকৃতিও যেন তাতে সামিল হয়। মানুষ মাটি দিয়ে তৈরি করে নেয় নিজের মাকে, নিজেদের দেবীকে। যাঁকে "দেখে দেখে আঁখি না ফেরে"।
লেখা ও ছবি আলোকচিত্রী সন্দীপ কুমার
সন্দীপদার এইসব ছবি আগেও দেখেছি
উত্তরমুছুনপ্রতিবার ওনার ছবির বিষয় ও এঙ্গেল অভিভূত করে। শুভেচ্ছা রইল উওমদা ও সন্দীপদা তোমাদের দুজনের প্রতিই।